চিংড়ি কিমা পুরি

25 43
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • চিংড়ি মাছ - ৬০০ গ্রাম।

  • আদা বাটা - ১ চা চামচ।

  • রসুন বাটা - ১ চা চামচ।

  • পেয়াজ বাটা - ১ চা চামচ।

  • পেয়াজ কুচি - ১ কাপ।

  • হলুদ গুড়া - ১ চা চামচ।

  • লাল মরিচ গুড়া - দেড় চা চামচ।

  • কাচা মরিচ - ২/৩ টি।

  • ধনে পাতা কুচি - ১ টেবিল চামচ।

  • ময়দা - ২ কাপ।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • টমেটো সস - দেড় টেবিল চামচ।

  • টেস্টিং সল্ট - ১ চা চামচ।

  • চিনি - স্বাদমতো।

  • লবণ - স্বাদ অনুযায়ী।

  • সয়াবিন তেল - পরিমানমতো।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে একটা বাটিতে ময়দা, সয়াবিন তেল, লবণ ও পরিমানমতো পানি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর ডো বানিয়ে নিতে হবে। খুব ভালো করে মথে নিতে হবে যাতে করে কোনোরকম দানাদানা ভাব না থাকে। ডো বানানো হয়ে গেলে একটা বাটিতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে প্রায় ১ ঘন্টা।

এবার চিংড়ি মাছগুলো পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যাতে করে কোনোরকম কোনো ময়লা না থাকে। ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিতে হবে এবং একটা বাটিতে তুলে রাখতে হবে।

এখন চিংড়ি মাছগুলো থেকে খুব ভালোভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে। খোসা ছাড়ানোর পর ছুরি দিয়ে একেবারে ছোট ছোট পিছ করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর একটা বাটিতে রেখে দিতে হবে।

এরপর গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো তেল দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে পেয়াজ কুচি দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে নিতে হবে আর হাল্কা ভেজে নিতে হবে। হাল্কা ভেজে নেওয়ার পর তাতে আদা বাটা, রসুন বাটা, পেয়াজ বাটা, কাচা মরিচ, হলুদ গুড়া, লাল মরিচ গুড়া, স্বাদে ম্যাজিক, টেস্টিং সল্ট, টমেটো সস, চিনি, লবণ সমস্ত উপকরণ একে একে দিয়ে দিতে হবে।

সমস্ত উপকরণ একসাথে দেওয়ার পর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নেড়েচেড়ে। মিশিয়ে নেওয়ার পর তাতে আগে থেকে কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিতে হবে। চিংড়ি মাছগুলো দেওয়ার পর কিছুক্ষন আবার নাড়তে হবে।

এবার তাতে পরিমানমতো পানি দিয়ে কিছুক্ষন নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষন না পর্যন্ত পানি শুকিয়ে আসে। পানি শুকিয়ে আসার পর ঢাকনা খুলে দিতে হবে, আর উপরে ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। ধনে পাতা কুচি ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষন নেড়েচেড়ে চুলা অফ করে দিতে হবে এবং একটা বাটিতে নামিয়ে রাখতে হবে।

এখন ডো থেকে ছোট ছোট করে নিয়ে বেলন দিয়ে বেলে নিতে হবে। তাতে কিছুটা পুর দিয়ে আবার আটকে দিয়ে বেলে নিতে হবে পুরির শেইপে। এভাবে সবগুলো করে নিতে হবে আর একটা প্লেইন প্লেটে রেখে দিতে হবে।

এরপর গ্যাসে অন্য একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো তেল(ডুবোতেল) দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে পুরিগুলো একে একে দিয়ে দিতে হবে আর অল্প আচে আস্তে আস্তে ভেজে নিতে হবে। বাদামি রং হয়ে এলে চুলা অফ করে দিতে হবে এবং নামিয়ে নিতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে টমেটো সস দিয়ে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ও সুস্বাদু চিংড়ি কিমা পুরি।

Sponsors of EYERISH687
empty
empty
empty

10
$ 0.00
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

অসাধারণ রেসিপি আপু ! চিংড়ি আমার এমনিতেই খুবই প্রিয়। তার মধ্যে আপনার দেওয়া এই রেসিপিটি চিংড়ি দিয়ে বানানো বলে আমার কাছে খাবারটি আরো ভালো লেগেছে। চিংড়ি দিয়ে নতুন ধরণের একটা খাবার তৈরি করা শিখলাম। অসংখ্য ধন্যবাদ আপি এতো সুস্বাদু রেসিপির জন্য।

$ 0.00
4 years ago

Khub testy ar yummmi akta recipe appi

$ 0.00
4 years ago

Ami ai prothom ai recipe tar nam sonlam....tobe khob testy mone hochche

$ 0.00
4 years ago

আমি এই প্রথন চিংড়ী কিমা পুরির নাম শুলাম

$ 0.00
4 years ago

চিংড়ি কিমা খুবই মজাদার আর সুস্বাদু একটা খাবার।

$ 0.00
4 years ago

Thank you for sharing this dish.This dish is so yammhi.I will try to make this home.Keep writting

$ 0.00
4 years ago

You're most welcome and also thanks to you my dear

$ 0.00
4 years ago

সব্জি কিমাপুরি আমার স্কুল লাইফের রেগুলার নাস্তা ছিলো। মুরগির মাংসের ঝোল দিয়ে খেতাম। শুকনো খেলে সস আর সালাদ দিয়ে খেতাম। অনেক নস্টালজিক খাবার এটা।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া। পুরি আমারও খুব পছন্দের একটা খাবার।

$ 0.00
4 years ago

জিভে জল চলে আসে একটা রেসিপি ।ধন্যবাদ আপনাকে

$ 0.00
4 years ago

দেখে তো মুখে জল চলে আসলো। অসাধারণ চিংড়ি কিমা পুরি। চিংড়ি কিমা পুরি আমার এখনো খাওয়া হই নাই।

$ 0.00
4 years ago

বাসায় একবার হলেও ট্রাই করবেন ভাইয়া, কারণ চিংড়ি কিমা পুরি ভীষণ মজাদার একটা খাবার।

$ 0.00
4 years ago

এতো দিন সব নরমাল পুরি খেয়েছি আপু।সাথে চিংড়ি পুরির নাম ও আজকে প্রথম শুনলাম আমি।পুরি এমনিও মজার একটি খাবার।অনেকেই এটা পছন্দ করেন।আমারো খুব ভালো লাগে।আমি সবসময় খাই। এখন থেকে পুরির সাথে চিংড়ি মাছ এড করে পুরিটা বানানো হলে দেখছি,খেতে আরো অনেক মজা হবে।ধন্যবাদ আপু রেসিপি খুব পছন্দ হয়েছে আমার।এমন আরো কিছু কিছু রেসিপি শেয়ার করবেন আপু।

$ 0.00
4 years ago

স্বাগতম বনু 😘তোমাকেও অসংখ্য ধন্যবাদ আমার দেওয়া রেসিপিটি পছন্দ করার জন্য। চিংড়ি কিমা পুরি খুব আনকমন একটা রেসিপি এবং অনেকের কাছেই এটি একটি নতুন রেসিপি।

$ 0.00
4 years ago

অসাধারণ রেসিপি আপনার সকল রেসিপি আমার খুব ভালো লাগে।

$ 0.00
4 years ago

ধন্যবাদ ভাইয়া আপনাকে এতোটা সাপোর্ট করার জন্য।

$ 0.00
4 years ago

Nice

$ 0.00
4 years ago

Thank you so much dear friend. Stay connected

$ 0.00
4 years ago

পুরি আমার অত্যন্ত পছন্দের একটি খাবার। আমি প্রায়ই বাসায় বানিয়ে বা কিনে খাই। তবে চিংড়ি কিমা পুরি আমার জন্য সম্পুর্ণ নতুন একটি খাবার। ধন্যবাদ আপনাকে এটি আমাদের সাথে শেয়ার করার জন্য।

$ 0.00
4 years ago

স্বাগতম আপু, আপনাকেও অনেক ধন্যবাদ রেসিপিটি পছন্দ করার জন্য।

$ 0.00
4 years ago

1st time siklm 😍😍

$ 0.00
4 years ago

এটা খুবই মজার একটা খাবার আপ্পি। বাসায় ট্রাই করতে পারো। আশা করি তোমার ভালো লাগবে।

$ 0.00
4 years ago