চিকেন চউমিন

20 38
Avatar for EYERISH687
4 years ago

উপকরণসমূহ :

  • নডুলস - ২০০ গ্রাম।

  • চিকেন - ১৫০ গ্রাম৷

  • চিংড়ি মাছ - ১ কাপ।

  • ডিম - ২ টি।

  • টমেটো সস - ২ টেবিল চামচ।

  • সয়া সস - ১ চা চামচ।

  • গাজর কুচি - আধা কাপ।

  • রেড বেলপেপার কুচি - ১ টেবিল চামচ।

  • গ্রিন বেলপেপার কুচি - ১ টেবিল চামচ।

  • ইয়েলো বেলপেপার কুচি - ১ টেবিল চামচ।

  • ব্রকলি কুচি - হাফ টেবিল চামচ।

  • স্বাদে ম্যাজিক - ১ প্যাকেট।

  • টেস্টিং সল্ট - ২ চা চামচ।

  • লবন - স্বাদমতো।

  • চিনি - সামান্য।

  • তেল - পরিমাণমতো।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে গ্যাসে একটা প্যান বসাতে হবে। প্যানে পরিমানমতো পানি দিয়ে দিতে হবে। পানি কিছুটা গরম হলে তাতে কিছুটা সয়াবিন তেল দিতে হবে। সয়াবিন তেল দিয়ে একটু নেড়ে তাতে নুডুলসগুলো দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য।

নুডুলস সেদ্ধ করার সময় তেল দিলে নুডুলস গুলো ঝরঝরে হবে, লেগে যাবে না।

এবার নামিয়ে নিয়ে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে ভালোকরে।

এবার গ্যাসে অন্য একটা প্যানে পরিমানমতো তেল দিতে দিতে হবে। তেল কিছুটা গরম হলে তাতে ছোট ছোট করে কাটা চিকেনগুলো লবন দিয়ে ভেজে নিতে হবে বাদামি করে। ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

একইভাবে চিংড়ি মাছগুলোকেও লবন দিয়ে মেখে ভেজে নিতে হবে।

তারপর ডিম ২টো কেও হাল্কা তেলে ঝুরিঝুরি করে ভেজে নিতে হবে৷ ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

এবার অন্যে একটা গ্যাসে প্যান বসাতে হবে। প্যানে সামান্য তেল দিয়ে তাতে পেয়াজ কুচি দিতে একটু নাড়াচাড়া করে তাতে রেড বেলপেপার কুচি, ইয়েলো বেলপেপার কুচি, গ্রিন বেলপেপার কুচি, গাজর কুচি, ব্রকলি কুচি দিয়ে কিছুক্ষন নেড়ে তাতে কিছুটা পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

তারপর তাতে নুডুলস দিয়ে কিছুক্ষন নাড়াচাড়া করে তাতে ভেজে রাখা চিংড়ি মাছ, ভেজে রাখা চিকেন, ঝুরিঝুরি করে রাখা ডিম দিয়ে আবার নাড়াচাড়া করতে হবে। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর তাতে লবণ, সামান্য চিনি, স্বাদে ম্যাজিক, টমেটো সস, সয়া সস দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে প্রায় ৬-৭ মিনিট। তারপর হয়ে গেলে নামিয়ে নিতে হবে।

এবার একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন গরম গরম মজাদার ও সুস্বাদু চিকেন চউমিন।

11
$ 0.26
$ 0.26 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
4 years ago

Comments

বাহ্ নুডলস্। আমার বন্ধুর প্রিয় খাবার।একবার পাইলে আমার ভাগের গুলোও খেয়ে নেয়।

$ 0.00
4 years ago

হাহাহাহা.....তাই নাকি??? ভালো তো। নুডুলস আমারও অনেক বেশি পছন্দের একটা খাবার। অনেক ভালো লাগে আমার নুডুলস।

$ 0.00
4 years ago

আমি নুডলস্ আর চাউমিন এর মধ্যে পার্থক্য পাই না। দুটোই এক মনে হয় আমার কাছে।

$ 0.00
4 years ago

হাহাহাহা.... তাই নাকি ??? তবে কথা কিছুটা সত্য, নুডুলস আর চাউমিন এর মধ্যে খুব একটা তফাত নেই। প্রায় একই রকম খাবার।

$ 0.00
4 years ago

হ্যা😘

$ 0.00
4 years ago

🥰

$ 0.00
4 years ago

কি আর কইতাম সরমের কতা আমার সামনে যদি এইডা আইয়া পরে আমি আসে পাসে কিছু না দেইহায় খাঔয়া শুরু করি আমার লুভ সামলাইতে পারি না গো

$ 0.00
4 years ago

হাহাহা তাই নাকি ??? আমারও খুব ভালো লাগে চিকেন চাউমিন।

$ 0.00
4 years ago

Ji appi

$ 0.00
4 years ago

Hum

$ 0.00
4 years ago

আপু এটা কিন্তু ছোট বড় সবার পছন্দের খাবার।এটা খেতে ও খুব মজা লাগে।

$ 0.00
4 years ago

হুম ঠিক বলেছো আপু৷ চিকেন চাউমিন ছোট বড় সবারই খুব পছন্দের একটা খাবার। আমাদের দেশে বেশ জনপ্রিয় একটা খাবার৷

$ 0.00
4 years ago

ফাস্টফুড খাবারের মধ্যে চিকেন চাওমিন খুবই জনপ্রিয় একটি খাবার। আমার মনে হয় প্রত্যেকে এটি খেতে ভালোবাসে । খুবই সুস্বাদু একটি খাবার।

$ 0.00
4 years ago

হুম আপনি একেবারে ঠিক বলেছেন ভাইয়া। আমাদের দেশের রেস্টুরেন্টগুলোতে চিকেন চাউমিন অত্যন্ত জনপ্রিয় একটা খাবার।

$ 0.00
4 years ago

চাউমিন এর চেয়ে চিকেন পাস্তা অথবা ম্যাকারনি ভালো লাগে খেতে আমার

$ 0.00
4 years ago

আমাররতো চিকেন পাস্তা, ম্যাকারনি, চাউমিন সবগুলো আইটেমই খুব ভালো লাগে খেতে। বাহ বেশ ভালোতো, আমি ভাবতেছিলাম যে আজকে কিসের রেসিপি দেওয়া যায়, ম্যাকারনির রেসিপই তো দেওয়া যায় আজকে, অনেক ধন্যবাদ ভাইয়া মনে করিয়ে দেওয়ার জন্য।

$ 0.00
4 years ago

☺☺

$ 0.00
4 years ago

😀😀😀

$ 0.00
4 years ago