গাজরের হালুয়া

21 23
Avatar for EYERISH687
3 years ago

উপকরণসমূহ :

  • গাজর - ৮০০ গ্রাম।

  • ঘি - ২ কাপ।

  • চিনি - ৩ কাপ৷

  • কিচমিচ - ১ টেবিল চামচ।

  • পেস্তা বাদাম - ১ টেবিল চামচ।

  • কাজু বাদাম - ১ টেবিল চামচ।

  • কন্ডেন্সমিল্ক - ৩ টেবিল চামচ।

  • গরম মসলা - ২ টা।

  • এলাচ - ৩-৪ টা।

  • দুধ - দেড় কাপ।

প্রস্তুতপ্রণালী :

প্রথমে গাজরগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিতে হবে। তারপর কাটা হয়ে গেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে ভালো করে। অনেকে চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড না করে গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করেও নিতে পারে। এটা যার যার ইচ্ছা অনুযায়ী করা যায়।

এবার গ্রেড করা হয়ে গেলে অন্য একটা বাটিতে ঢেলে রেখে দিতে হবে।

এখন চুলায় বা গ্যাসে একটা বড় প্যান বসাতে হবে।

এবার প্যানে পরিমানমতো ঘি দিতে হবে। ঘি কিছুটা গরম হলে তাতে গরম মসলা ভেঙে দিয়ে দিতে হবে এবং তার সাথে এলাচ ও দিতে হবে। দিয়ে একটু নাড়তে হবে।

একটু নাড়াচাড়া করার পর তাতে গ্রেট করে রাখা গাজর কুচি দিয়ে দিতে হবে।

তারপর কিছুক্ষন অল্প আচে ভেজে নিতে হবে হাল্কা করে। ভাজা হয়ে গেলে এতে একে একে দুধ, চিনি, ককন্ডেন্সমিল্ক দিয়ে দিতে হবে।

দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়েচেড়ে রান্না করতে হবে ৩-৪ মিনিট।

৩-৪ মিনিট পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে যতক্ষন না পর্যন্ত ঘন না হয়৷

যখন ঘন হয়ে যাবে তখন এতে কিচমিচ, পেস্তা বাদাম কুচি, কাজু বাদাম কুচি, আমান্ড কুচি দিয়ে একটু নেড়ে নামিয়ে নিতে হবে।

তারপর একটা সুন্দর সার্ভিং ডিশে ঢেলে ঠান্ডা করতে হবে ফ্রিজে রেখে।

ঠান্ডা হয়ে গেলে ফ্রিজ থেকে বের করে ইচ্ছেমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ও সুস্বাদু গাজরের হালুয়া।

12
$ 0.13
$ 0.13 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
3 years ago

Comments

বিভিন্ন ধরনের হালুয়া হয়। তবে গাজরের হালুয়ার কথা এই প্রথম শুনলাম ‌। আশা করি রেসিপিটা খুব মজার হবে।

$ 0.00
3 years ago

গাজরের হালুয়া আমাদের দেশে অনেক জনপ্রিয় খাবার। আপনি আগে নাম শুনেননি??? যাই হোক বাসায় অবশ্যই বানানোর চেষ্টা করবেন ভাইয়া।

$ 0.00
3 years ago

পোস্ট দেখে মনে পড়লো😑জিনিসটা অনেক আগে খেয়েছিলাম।আমার ফেভ❤

$ 0.00
3 years ago

হুম ভাইয়া, গাজরের হালুয়া আমার ও ফেভারিট খাবার। আমি মাঝেমাঝে বাসায় বানাই। আমার আম্মু অনেক প্রসংশা করে হাহাহাহা।

$ 0.00
3 years ago

গাজরের হালুয়া অনেক একটি খাবার।আমি প্রায়ই গাজরের হালুয়া খেয়ে থাকি এবং বাসায় সব সময় আমি রান্না করি।

$ 0.00
3 years ago

গাজরের হালুয়া আমার অনেক প্রিয় একটা খাবার। রুটি দিয়ে গাজরের হালুয়া খাওয়ার মজাই আলাদা। আমি বাসায় এটা বানাই।

$ 0.00
3 years ago

I made it at home. It is so sweet dish. I like this dish.

$ 0.00
3 years ago

I also made it at home. It is a very easy and so tasty receipe. My parents likes my receipes very much. They inspire me always.

$ 0.00
3 years ago

It's look so yummy.

$ 0.00
3 years ago

Yes, it is so tasty.

$ 0.00
3 years ago

ওয়াও এটা খুবই একটি সুস্বাদু খাবার আপনার রেসিপি টা দেখে আমার জিভে জল চলে আসছে।ধন্যবাদ এমন একটি খাবারের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

$ 0.00
3 years ago

Apnakeo dhonnobad vaiya amr deoya receipe ti pochondo korar jonno ebong etota proshongsha korar jonno.

$ 0.00
3 years ago

Yum yumm!!I am salivating..You know at the time of staying hostel we friends are always going to Fulkoli in evening..it was our evening snacks!😍

$ 0.00
3 years ago

Really??? That's so good and thank you so much for appreciating me.

$ 0.00
3 years ago