মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নহে।

21 579
Avatar for EYERISH687
3 years ago

দীর্ঘদিন বেঁচে থেকেও অনেকেই পৃথিবীতে স্মরণীয় হতে পারেনা। বরং সংক্ষিপ্ত জীবন যাপন করেও অনেকে ইতিহাসের পাতায় অমর হয়ে আছেন তাঁদের স্মরণীয় কীর্তির জন্য।

কোনো মানুষই চিরদিন বেচে থাকবে না। আমরা কেউই চিরদিন বেচে থাকবোনা। একদিন না একদিন আমাদেরকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে।

এটাই বাস্তবতা, চিরন্তন সত্য যা আমাদের সকলকে মেনে নিতে হবে। কিন্তু এসব কথা জেনেও কিছু কিছু অসৎ মানুষ, দুষ্টু লোক খারাপ কাজ করেই চলেছে।

সাধারণ মানুষ মারা গেলে কেউ তাকে বেশিদিন মনে রাখেনা। সবাই ভুলে যায় তাকে। কিন্তু যারা সর্বদা দুনিয়াতে ভালো কাজ করে গেছে, অপরের উপকারে সর্বদা নিজেকে নিয়োজিত রেখেছিলো তাদের মৃত্যুর হাজার হাজার বছর পরেও মানুষ তাদেরকে শ্রদ্ধা সহকারে আজও স্মরণ করে।

তাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে, তারা তাদের মহৎ কর্মের কারণে আজও এই পৃথিবীর বুকে অমর হয়ে আছেন।

এই পৃথিবীতে যারা জীবনে উন্নতি করে গেছে, যারা শ্রেষ্ঠ ছিলেন তারা প্রত্যেকে সারাজীবন অন্যের সেবায় নিজেকে সর্বদা নিয়োজিত রেখেছিলেন। তারা অন্যের বিপদে আপদে সবসময় এগিয়ে গিয়েছেন, অন্যায়ের প্রতিবাদ করেছেন, অন্যের জন্য লড়াই করেছেন, কখনো পিছু হাটেননি।

আর তাই আজও তারা অমর হয়ে আছেন তাদের ভালো কাজের জন্য। এবং সারাজীবন তারা এভাবেই স্মরণীয় হয়ে থাকবেন এই পৃথিবীর বুকে।

মানুষ নস্বর কিন্তু মানুষের কর্ম অবিনশ্বর। আমাদের সকলের উচিত অন্যের উপকারে নিজের জীবনকে উৎসর্গ করা, সর্বদা অপরের বিপদে আপদে তাদের পাশে দাড়ানো। অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, সবসময় অন্যায়ের প্রতিবাদ করা।

আমরা কেউই বাচবোনা চিরদিন৷ কিন্তু স্মরণীয় হয়ে থাকার জন্য সর্বদা ভালো কাজ করে যেতে হবে। পরোপকারী হতে হবে, অন্যের পাশে দাড়াতে হবে। শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত থাকলে চলবে না।

Sponsors of EYERISH687
empty
empty
empty

9
$ 0.27
$ 0.27 from @TheRandomRewarder
Sponsors of EYERISH687
empty
empty
empty
Avatar for EYERISH687
3 years ago

Comments

এখন তো সমাজের নিয়ম হয়ে উঠেছে অর্থ দিয়ে সবকিছু বিচার করা। নয়তো অর্থ নয়তো শক্তিসামর্থ। এই দুটির জোর খাটিয়ে দেশ চলছে।

$ 0.00
3 years ago

সেটাই খুব দুঃখজনক বিষয়। মানুষ এটা ভুলে যায় যে এই দুনিয়াতে কেউ চিরদিন বেচে থাকতে পারবেনা। সবাইকে এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতে হবে। দুনিয়ার এই বাহাদুরি বেশিদিন চলবে না৷

$ 0.00
3 years ago

এইসব কথা যদি মানুষ ভালভাবে দিনে একবার হলেও মনে করে,তাহলে সমাজের অনেক অন্যায়-অবিচার কমে যেতো।

$ 0.00
3 years ago

হুম সেটাই, আমাদের সকলেরই সর্বদা মৃত্যুর কথা স্মরণ রাখা উচিত। তাহলে অন্যায়, অত্যাচার, অবিচার এসব অনেকাংশে কমে যাবে বলে আমি মনে করি৷

$ 0.00
3 years ago

হ্যা আপু।একদম-ই সঠিক বলেছেন

$ 0.00
3 years ago

হুম ভাইয়া আমি জানি৷

$ 0.00
3 years ago

আমরা চিরদিন কেউ পৃথিবীতে বেঁচে থাকব না। এই সংক্ষিপ্ত জীবনকে মানুষের কল্যাণে উৎসর্গ করলেন মানুষ চিরদিন তাদের অন্তরে মনে রাখবে।

$ 0.00
3 years ago

হুম সেটাই আসল কথা, আমাদের সকলেরই উচিত নিজেকে নিয়ে বিভোর না থেকে অন্যের জন্য নিজের জিবন উৎসর্গ করা।

$ 0.00
3 years ago

আমাদের জিবন টা অল্প দিনের। এই সুন্দর পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী নয়। কিন্তু আমাদের ভাল কর্ম আমাদেরকে বাচিয়ে রাখতে পারে অনন্তকাল।

$ 0.00
3 years ago

জি ভাইয়া, একদম ঠিক বলেছেন। আমরা কেউই এই দুনিয়াতে চিরদিন বেচে থাকবোনা। একদিন না একদিন চলে যেতেই হবে। এটাই বাস্তবতা।

$ 0.00
3 years ago

কাজের দ্বারা মানুষ বাচে। অন্য কিছুতে নয়।বয়স সেটা তো মাত্র সংখ্যা মাত্র। একটা লিমিটেড সংখ্যা। যেটার লিমিট ক্রস করলেই মৃত্যু। দেহের মৃত্যু।

$ 0.00
3 years ago

জি একদম ঠিক বলেছেন ভাইয়া। মানুষ বাচে তার কাজের মধ্য দিয়ে বয়সের মধ্যে দিয়ে নয়। মানুষ তার মহৎ কাজের দ্বারা অমর হয়ে থাকে আজিবন।

$ 0.00
3 years ago