মানুষ কখনও সন্তুষ্ট হবেনা।

0 9
Avatar for Dream11
2 years ago

- রাতের বেলা এক দোকানদার নিজের দোকান বন্ধ করতে যাচ্ছিল । এমন সময় একটি কুকুর দোকানে আসল।

কুকুরের মুখে একটা বাজার করার ব্যাগ ছিল, যার মধ্যে জিনিসের লিস্ট আর টাকা ছিল।

- দোকানদার টাকা নিয়ে জিনিসপত্র ব্যাগ ভরে দিল, কুকুর ব্যাগ পিঠে উঠিয়ে নিলো আর চলে যাচ্ছিল ।দোকানদার আশ্চর্য হয়ে কুকুরের পিছনে গেল এটা দেখার জন্য যে, এতো বুঝদার কুকুরের মালিক কে?

- কুকুর বাসের জন্য দাঁড়িয়ে ছিল, একটা বাস এলো আর কুকুর এতে চড়ে গেল। কন্ডাক্টারের কাছে আসতেই কুকুর ঘাঁড় বাড়িয়ে দিলো তার গলার বেল্টে টাকা আর ঠিকানা লিখা ছিল ।

কন্ডাক্টার টাকা নিয়ে টিকিট কুকুরের গলায় বেল্টে রেখে দিল।

- নিজের স্টপেজ এ আসতেই কুকুর সামনের দরজার সামনে এগিয়ে এলো আর লেজ নাড়িয়ে কন্ডাক্টার কে ইশারা দিল আর বাস থামাতে নেমে চলতে আরম্ভ করল।

দোকানদার পিছে পিছে গেল। কুকুর ঘরের সামনে এসে নিজের পা দিয়ে দরজায় দুই তিন বার নক করল।ভেতর থেকে তাঁর মালিক এল, আর লাঠি দিয়ে কুকুরের পিঠে কয়েক ঘা বসিয়ে দিল।

- দোকানদার ঘরের মালিককে এর কারণ জিজ্ঞাসা করল। মালিক বলল শালা আমার কাঁচা ঘুমটা ভেঙে দিয়েছে। চাবি সাথে নিয়ে যেতে পারত গাধাটা।

- জীবনেরও ঐ একই সত্য ।

আপনার কাছ থেকেও মানুষের আশার কোন অন্ত নেই।

-যেখানে আপনার সামান্যতম ভুল হলো, সেখানেই মানুষ আপনার দোষ বের করে নেবে আর বিগত সকল ভাল গুন গুলোকে ভুলে যাবে।

এজন্যই সৎ ভাবে নিজের কর্ম করে চলুন। সর্বদা অন্যদের কথায় কান দিয়ে লাভ নেই।কেউ আপনার সৎ কর্মের প্রতিদান নাদিলেও আল্লাহ তা'লা অবশ্যই এর প্রতিদান দিবেন।

- মানুষ কখনও সন্তুষ্ট হবে না।৷

1
$ 0.00
Avatar for Dream11
2 years ago

Comments