জীবনানন্দ দাশ লিখেছিলেন 'প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রের ও একদিন মরে যেতে হয়'। হাতের উপর হাত রাখা খুব সহজ,সারাটা জীবন বয়তে পারা সহজ নয়।এই কঠিন বিষয়'টা নন্দিতা রায় ও শীবপ্রসাদ মুখোপাধ্যায় এর 'বেলাশেষে' সিনেমায় খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। একসাথে সংসার করা, একসাথে ঘুমাতে যাওয়া, একসাথে খাওয়া এভাবে একসাথে জীবন টা হয়ত পাড় হয়ে যায় ঠিকই কিন্তু এগুলো কি কেবলই অভ্যেস এ গড়ে উঠা কোনো সম্পর্ক? এগুলোর ভেতর কি আদৌ ভালোবাসা থাকে? বয়সের ভাড়ে সম্পর্কের সিড়ি বেয়ে জীবনের সবকটা বসন্ত পেরিয়ে যদি প্রাপ্তিতে কেবল দায়িত্ব আর অভ্যেস ছাড়া আর কিছুই নেই ভাবনাটা চলে আসে তাহলে কি ভালোবাসাটা অর্থহীন হয়ে পড়ে?নাকি ভালোবাসার সংঙ্গাটা নতুন হয়ে উঠে তখন!
14
27
জীবনে যার কাছ থেকে তুমি ভালোবাসা পাবে তাকে তুমি ছুড়ে ফেল না।