ভাঙা এক কবিতা

1 19
Avatar for Din
Written by
3 years ago

মনেরে কি ভাবছ কি খেলার পুতুল
খেলতে খেলতে যার ভেঙে যায় যাক
না অমুল্যতার ধন করনি উসুল ।
অন্তরীক্ষে তার খুব তাকাও নির্বাক।
তুমি কি দেখেছ মন ভাঙার পৃষ্ঠায়
চাকচিক্য দেহ তার জিমছে নিষ্ঠায় 
রোগ হীনা ক্ষতো হীনা কি অবশিষ্টায়
কালো ছাপ কোটা জল অব্যক্ত পষ্টয়।


তুমি কি ঠাহর করো চিত্তেরই কথা 
ভাঙতে ভাঙতে যার লুটে পড়ে নিচে 
কোথায় পথ কোথায় জানেনা কি তথা মন খুঁজে সব পথ স্ব জনার পিছে।
শক্ত ভাঙে জোড়া লয় লোহার পিতল মন নয় কোন শক্ত জোড়া নিবে তার নয় কোন ঘষামাজা কলমের জল।

মন যেনো এক কাঁচ পট্য আয়নার।
জোড়া নাই ভেঙে গেলে প্রাণের শিহরে মন নাই মন ঘরে নিজেরই বৃত্তে,খুঁজিতে খুঁজিতে মন দুয়ারে দুয়ারে চিতার কয়লা মন ছাই হয় নিত্য।

হাসিতে হাসিতে মন ঢেলেছে পাথরে ,কাঁদিতে কাঁদিতে মন এসছে কতরে।
ভুলিতে ভুলিতে মন খেলেছে খেলায় ।বুঝিতে বুঝিতে মন ফিরেছে বেলায় ।যৌবেনের রসায়ন তিপ্তর তৃষ্ণায় ,
মনের ভেতর মন উতাল পাতাল,
মনের মুল্যে উপমা মুর্ছার সংজ্ঞায় ।
কতোটুকু চিত্ত তার রয়েছে বহাল।

__Dina

ধন্যবাদ ____😊🖤 কপি করা থেকে বিরত থাকুন😊🖤

4
$ 0.00
Avatar for Din
Written by
3 years ago

Comments

Nice article dear keep it up 🥰already sub done dear back sub dear 🤩🤩😍🥰

$ 0.00
3 years ago