মোবাইল ফোন

4 12

পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছে বিভিন্ন রকমের মোবাইল ফোন। এদের মধ্য অন্যতম হলো অপো ভিভো আইফোন স্যামসাং রেডমি আরো অনেক ধরনের মোবাইল ফোন। আমরা অনেক সময় মনে করি আইফোন ভালো কিংবা স্যামসাং ভালো বা রেডমি ভালো। কিন্তু কোন মোবাইল কোম্পানি সম্পূর্ণভাবে ভালো মোবাইল তৈরি করে না যার ফলে এক একটা ভার্সন নিয়ে আসে। আমরা সবসময় দ্বিধা দ্বন্দে থাকি কোনটা ভাল আর আমরা কোনটা কিনব অনেকে অনেক ফোন সাজেস্ট করে যে আইফোন ভালো শাওমি ভালো স্যামসাং খারাপ ভিভো সেলফি এক্সপার্ট আরো অনেক কিছু সমস্যার কথা বলে। আমার মনে হয় কোন মোবাইল ফোন কোম্পানি তারা ভালো ফোন তৈরি করে না। যদি তারা ভালো মোবাইল ফোন তৈরি করত তাহলে একের পর এক ভার্সন তৈরি করত না। আমরা অনেকে মোবাইল ফোন কেনার সময় রাম রম বেশি দেখে কিনি ক্যামেরা থেকে কিনি প্রসেসর দেখে কিনি। কোন মোবাইল কোম্পানি তাদের মোবাইলে সম্পূর্ণরূপে সব কিছু দেয় না । কিছু একটা অপূর্ণতা রাখে যা আমাদের পরবর্তীতে ফোন কিনতে বাধ্য করে। আমরা যদি শাওমি ফোন গুলোর দিকে তাকাই তাহলে দেখতে পাই তারা একের পর এক ফোন বাজারে নিয়ে আসছে যেমন নোট সেভেন, নোট এইট ,নোট নাইন,টেন টেন। তারপরও যদি রিয়েল মি ফোন গুলোর দিকে তাকায় সে গুলো একের পর এক প্রথম কোন বাজারে নিয়ে আসছে যা সহজে ক্রেতা দের ফোন কারছে। তারপর বলছি আপনার যে ফোনটা ভালো লাগে সে ফোনটা আপনি কিনুন কারো কথায় কান দেবেন না । আপনার আশেপাশে যে ফোনটা ভালো সার্ভিস দিচ্ছে সেটাই আপনি কিনুন। কারণ বাজারের সব ফোন ভালো আবার সব ফোন খারাপ। আর যদি কোন ফোন কোম্পানি সম্পর্কে খারাপ কথা বলে থাকি তাহলে ক্ষমাপ্রার্থী।

ধন্যবাদ এতক্ষণ ধরে পোস্টটি পড়ার জন্য ।পোস্টটি ভাল লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন ।ধন্যবাদ সবাইকে।

9
$ 0.00

Comments

খুব ভালো লাগলো।আপনি মোবাইল সম্পর্কে অনেক সুন্দর সুন্দর ধারণা দিয়েছেন। ধন্যবাদ।

$ 0.00
3 years ago

আপনাকেও।

$ 0.00
3 years ago

সুন্দর লিখেছেন।

$ 0.00
3 years ago

ধন্যবাদ।

$ 0.00
3 years ago