ছাগলের উপকারিতা

4 19

আমাদের খুব পরিচিত গৃহপালিত পশু হচ্ছে ছাগল। ছাগল স্বভাবে নম্র ভদ্র ও শান্ত। ছাগল পালন করতে বেশি অর্থের প্রয়োজন হয়না আবার অল্প জায়গার মধ্যে অনেকগুলো ছাগল একসাথে পালন করা যায় যা অন্য পশুর ক্ষেত্রে সম্ভব নয়। যাদের গরু কেনার মত সামর্থ্য নেই তাদের জন্য ছাগলী উত্তম। এজন্য ছাগলকে গরিবের গাভী বলা হয়। একটা ছাগল বছরে দুটি বা তিনটি বাচ্চা প্রদান করে যা গরিবের ক্ষেত্রে খুবই উপকারী। তাছাড়া আমাদের দেশের ছাগলের মাংসের চাহিদা রয়েছে। তাছাড়াও ছাগলের চামড়া হাড় সিন এর চাহিদা রয়েছে। কোন গরীব যদি কোন সমস্যায় পড়ে তাহলে সে তার ছাগলটিকে বিক্রি করে সেই সমস্যা থেকে উদ্ধার হতে পারে। বাংলাদেশে বর্তমানে অনেক বেকার যুবক-যুবতীরা তাদের কর্মসংস্থানের সুযোগ করেছে ছাগল পালনে মাধ্যমে। ছাগলের মাংস খুবই সুস্বাদু মাংস যার পুষ্টিমূল্য অনেক বেশি অন্য মাংসের থেকে।। ছাগলের হাড় মানুষের পায়ের হাড়ের জন্য অনেক উপকারী। ছাগলকে পোষার জন্য খুবই অল্প পরিমাণ খাবার লাগে।। দুর্যোগের সময় ছাগল খুব অল্প খাবার খেয়ে তাদের জীবন নির্বাহ করতে পারে। আমি আর কিছু লিখতে পারছি না কারণ অনেকের বাড়িতে ছাগল আছে আমি যা লিখবো তাই কম হয়ে যাবে। যাইহোক ছাগলের গুরুত্ব অপরিসীম।

এতক্ষণ আমার পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ। পোস্টটি ভাল লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন যাতে পুনরায় আবার একটা পোস্ট লিখেতে পারি।

11
$ 0.00

Comments

ছাগল একটি গৃহপালিত পশু। এটি আমাদের খুবই উপকারে আসে। ছাগল পালন করে আর্থিকভাবে লাভবান হওয়া যায়।

$ 0.00
4 years ago

আপনার সাথে সহমত আপু।

$ 0.00
4 years ago

Vai apne subscribe kohran Kora Dita ci akoni

$ 0.00
4 years ago

Done back me.

$ 0.00
4 years ago