বৃক্ষের প্রয়োজনীয়তা

4 67

মানুষের যত বন্ধু আছে তার মধ্যে অন্যতম বন্ধু হল বৃক্ষ। বৃক্ষের মত পরম বন্ধু আমাদের আর নেই। বৃক্ষ থেকে আমরা অতীব প্রয়োজনীয় কাট ফলমূল ও অক্সিজেন দেয় যাছাড়া জীবন চলে না। বৃক্ষ আমাদের সকল প্রকার দুর্যোগ থেকে রক্ষা করে। বৃক্ষ আমাদের প্রয়োজনীয় ঔষধের যোগান দেয়। বৃক্ষের গুরুত্ব এখানেই । বৃক্ষ আমাদের থেকে কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন দেয়। আমাদের পূর্ণাঙ্গ ভাবে বেঁচে থাকার জন্য বৃক্ষের প্রয়োজনীয়তা রয়েছে কিন্তু দিনের পর দিন বৃক্ষের পরিমাণ কমেছে। আমাদের দেশে প্রতিবছর বৃক্ষরোপন কর্মসূচী পালন করছে। বৃক্ষরোপণ কর্মসূচির স্লোগান হচ্ছে গাছ লাগাও পরিবেশ বাঁচাও। এমন বৃক্ষ রোপণ করতে হবে যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয়। বৃক্ষ রোপণের জন্য সর্বাধিক গুন সম্পন্ন গাছ লাগানো উচিত ও বহুবর্ষজীবী গাছ লাগাতে হবে।। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যেমন আমরা যেমন স্নান করে সুচী বস্ত্র পরি তেমনি আমাদের গাছ লাগানো উচিত। বৃক্ষের অর্থনৈতিক গুরুত্ব কম নয়। আমরা যদি এখন একটা করে গাছ লাগায় তাহলে এটার দাম হবে 20 হাজার টাকার মতো। এ দিক থেকে যেমন টাকা ইনকাম করা যাবে তেমনি আমাদের সুস্থ-সুন্দর ভাবে বাঁচতে সাহায্য করবে বৃক্ষ। সর্বোপরি বলা হয় বৃক্ষের সামাজিক ও অর্থনৈতিক গুরুত্ব কম নয়। আমাদের উচিত ভালো ভাবে বাঁচার জন্য বৃক্ষরোপণ করা। যাইহোক বৃক্ষের প্রয়োজনীয়তা লিখে প্রকাশা করা সম্ভব নয়।

আমার পোস্টটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ।

11
$ 0.00

Comments

মানুষের প্রকৃত বন্ধু হচ্ছে বৃক্ষ। বৃক্ষ আমাদের ছায়া,ফুল,ফল ও বায়ু দেয়। সর্বোপরি আমরা যে অক্সিজেন গ্রহণ করি সেটাও আমরা পাই বৃক্ষ থেকে। আমাদের প্রত্যেকের উচিত বেশি বেশি করে বৃক্ষ রোপণ করা।

$ 0.00
4 years ago

Apni thik bolesen but Amra ta khub kom Kori..

$ 0.00
4 years ago

বৃক্ষের প্রয়োজনএর কথা বলে শেষ করা যাবে না। তারা ছাড়া আমাদের বেঁচে থাকা অসম্ভ। ভাল লিখেছেন ভাইয়া। চালিয়ে যান।💖💖

$ 0.00
4 years ago

Thanks

$ 0.00
4 years ago