বন্ধু মানে খেলার সাথী, হালকা খুনসুটি। মনের কথা বন্ধু মাঝে, হয় যে ভাগাভাগি ।
বন্ধু কখনো শিক্ষক, কখনো সকল দুষ্টুমীর একমাত্র সঙ্গী। বন্ধু মানে বাঁধ ভাঙা ...
বন্ধু - বান্দব আর চাকর-বাকর একই। অনেকেতো এভাবেও বলে বন্ধু - বান্দর। হো হো, বন্ধুতো তাই একটু ঠাট্টা করলাম।
বন্ধু হলো ঐ জায়গা যেখানে সব কথা রাখা যায়। বন্ধু হলো এমন একজন, যার সাথে বণীতা করা লাগেনা, লাগেনা ফরমালিটি।বন্ধু তাকে বলা যায়, যার সাথে সময় হয় দ্রুতগামী। বন্ধু আরো অসংখ্য বন্ধনে আপনারজন। একজন সত্যিকারের বন্ধু পাওয়া জীবনের সর্বোচ্চ ভাগ্য।🥰🥰🥰
বন্ধু মানে রোদেলা দুপুরে একটু শীতল ছায়া
বন্ধু মানে রোগীর প্রতি চিকিৎসকের মায়া।
বন্ধু মানে বাসের ভিড়ে সিট ছেড়ে দেয়া
বন্ধু মানে দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেয়া।
বন্ধু মানে বন্ধু জানে বন্ধু মানে কি
বন্ধু ছাড়া তোমার আমার একদিনও চলে কি!😊😊😊
রাইট