ভালো থাকার কয়েকটি উপায়ঃ-
১। আল্লাহকে ভয় করুন।
২। দৈনিক ৫ ওয়াক্ত নামায আদায় করুন।এবং
সারাদিনে অন্ততপক্ষে একবার একটু কুরআন থেকে তিলাওয়াত করুন।
৩। প্রতিদিন অন্তত একবার মৃত্যুর কথা স্মরণ করুন।
৪। পরকাল নিয়ে ভাবুন।
৫। দুনিয়ার সুখ শান্তির স্থায়িত্ব কতদিন বুঝার চেষ্টা করুন।
৬। নিজের কৃতকর্মের পর্যালোচনা করুন।
৭। নিজের পাপ পুণ্যের পার্থক্য নিয়ে ভাবুন।
৮। অপরাধের শাস্তি কি হতে পারে কল্পনা করুন।
৯। পৃথিবীতে আসার উদ্দেশ্য বুঝার চেষ্টা করুন।
১০। নিজের দায়িত্ব ও কর্তব্যের প্রতি সচেষ্ট হোন।
১১। ভালোদের সাথে নিজেকে তুলনা করুন।
১২। ভাল কাজের পুরস্কার নিজে ভাবুন।
১৩। নিজের ভিতর ভাল হওয়ার ইচ্ছে লালন করুন।
১৪। অন্যের সমালোচনা করা বাদ দিন এবং নিজের
সমালোচনা নিজেই করুন।
১৫। সর্বাবস্থায় আল্লাহর শুক্রিয়া আদায় করুণ।
সবসময় বলুন আলহামদুলিল্লাহ
হে আল্লাহ আপনি আমাদের এসব মেনে চলার তৌফিক দিন....আমিন।
[deleted]