বরযাত্রী হয়ে কনের বাপের উপর জুলুম করে যাওয়া এবং খাওয়া হারাম।
ছেলের বাবা মেয়ের বাবাকে প্রশ্ন করলো, বেয়াই সাহেব, লোক কতোজন আসবে?
মেয়ের বাবা তাঁর সামর্থ্যানুযায়ী খাওয়ানোর একটা হিসেব কষে উত্তর দিলো যে, আসুক পঞ্চাশ জন!
ছেলের বাবা এই কথা শুনে আঁতকে উঠে জবাব দিলো, বলেন কি বেয়াই সাহেব! আমার ছেলের অনেক বন্ধু। মাত্র পঞ্চাশ জন গেলে তো মানসম্মান একেবারে শেষ!
এরপর মেয়ের বাবা ছেলের বাবার কাছে জানতে চাইলো, কতোজন আসবে তাহলে বেয়াই সাহেব?
উত্তরে ছেলের বাবা বললো, ১০০ - ২০০ জন না গেলে তো হবেই না!
আপনার ছেলের অনেক বন্ধু আছে, আপনি নিজে ওয়ালিমা করে খাওয়ান। মেয়ের বাবার উপর জুলুম করে খেয়ে আসবেন, সেটাও একটা যৌতুক।
আমার তো মনে হয়, তা খাওয়ার চেয়ে দুই একটা শুয়োর জবাই করে খেলে গুনাহ কম হবে!
আমরা অন্যের ভুল গুলো ধরি, কিন্তু, নিজের ভুল গুলো ধরি না!
হারাম খাওয়া যাবে না ভাই!
- শায়খ খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ।