আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে,
পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে,
সমস্ত প্রাণী প্রাণ হারাবে। তখন আল্লাহ তা'আলা আজরাইল (আঃ) কে বলবেন, "মাম বাকিয়া" আর কে বাকি?
আজরাইলঃ আমি, আপনি, আসমানের ফেরেশতা, আর আরশ বহনকারী ৮ ফেরেশতা
আল্লাহঃ আসমানের ফেরেশতাদেরকেও মরতে হবে।
তখন তারাও মরে যাবে।
আবার আল্লাহ বলবেন, "মাম বাকিয়া" আর কে বাকি?
আজরাইল (আঃ) বলবেন, হে আমার প্রতিপালক! আমি, আপনি আর আরশ বহনকারী ফেরেশতা।
আল্লাহঃ আরশ বহনকারী ফেরেশতাদেরকেও মরতে হবে।
অতঃপর তারাও মরে যাবে।
আল্লাহ বলবেন, "মাম বাকিয়া" আর কে বাকি?
আজরাইল (আঃ) বলবেন, হে আমার প্রতিপালক, আমি আর আপনি। কিন্তু আপনি তো হলেন চিরন্জীব।
তখন আল্লাহ বলবেন, "মুত ইয়া মালাকুল মাউত"। তুমিও মরে যাও
মৃত্যুর যন্ত্রণা আজরাইল (আঃ) এর ওপর
ঢেলে দেওয়া হবে।
রাসূল (সঃ) বলেছেন, আজরাঈল (আঃ)
এতো জোরে চিৎকার করতে থাকবে যে,
যদি দুনিয়া ভর্তি মানুষ থাকতো তাহলে সবাই কলিজা ফেটে মরে যেতো।
আজরাইল (আঃ) বলবেন, ইয়া আল্লাহ! আমি আপনার ইজ্জত এর কসম করে বলছি, আমি যদি জানতাম মৃত্যুর এতো যন্ত্রণা তাহলে কোনো মুমিনের রুহ কবজ করতাম না।
ইয়া আল্লাহ রাব্বুল আলামীন, আপনি আমাদেরকে ঈমান এবং আছানের সহিত মৃত্যু দিয়েন।
আমীন।
আমিন,