কেয়ামতের সময় যখন হবে

4 10
Avatar for Daimond23
4 years ago

আসমান ভেঙ্গে টুকরা টুকরা হয়ে যাবে,

পাহাড়গুলো তুলার মতো উড়তে থাকবে,

সমস্ত প্রাণী প্রাণ হারাবে। তখন আল্লাহ তা'আলা আজরাইল (আঃ) কে বলবেন, "মাম বাকিয়া" আর কে বাকি?

আজরাইলঃ আমি, আপনি, আসমানের ফেরেশতা, আর আরশ বহনকারী ৮ ফেরেশতা

আল্লাহঃ আসমানের ফেরেশতাদেরকেও মরতে হবে।

তখন তারাও মরে যাবে।

আবার আল্লাহ বলবেন, "মাম বাকিয়া" আর কে বাকি?

আজরাইল (আঃ) বলবেন, হে আমার প্রতিপালক! আমি, আপনি আর আরশ বহনকারী ফেরেশতা।

আল্লাহঃ আরশ বহনকারী ফেরেশতাদেরকেও মরতে হবে।

অতঃপর তারাও মরে যাবে।

আল্লাহ বলবেন, "মাম বাকিয়া" আর কে বাকি?

আজরাইল (আঃ) বলবেন, হে আমার প্রতিপালক, আমি আর আপনি। কিন্তু আপনি তো হলেন চিরন্জীব।

তখন আল্লাহ বলবেন, "মুত ইয়া মালাকুল মাউত"। তুমিও মরে যাও

মৃত্যুর যন্ত্রণা আজরাইল (আঃ) এর ওপর

ঢেলে দেওয়া হবে।

রাসূল (সঃ) বলেছেন, আজরাঈল (আঃ)

এতো জোরে চিৎকার করতে থাকবে যে,

যদি দুনিয়া ভর্তি মানুষ থাকতো তাহলে সবাই কলিজা ফেটে মরে যেতো।

আজরাইল (আঃ) বলবেন, ইয়া আল্লাহ! আমি আপনার ইজ্জত এর কসম করে বলছি, আমি যদি জানতাম মৃত্যুর এতো যন্ত্রণা তাহলে কোনো মুমিনের রুহ কবজ করতাম না।

ইয়া আল্লাহ রাব্বুল আলামীন, আপনি আমাদেরকে ঈমান এবং আছানের সহিত মৃত্যু দিয়েন।

আমীন।

5
$ 0.00

Comments

আমিন,

$ 0.00
4 years ago

❤❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ খুব ভালো লেগেছে লিখাটি আমাদের সাথে ভাগা ভাগি করার জন্য ধন‍্যবাদ।মৃত্যু যন্ত্রণা কয়জনে বুঝে,যে মৃত্যুবরণ করে সে বুঝে। মৃত ব্যক্তির জানে যে,সে যদি আবার পুনরায় পৃথিবীতে জন্মগ্রহণ করে তার পাপের বোঝা কে পাপহীন মুক্ত করে আবার মৃত্যুবরণ করার স্বাদ কেমন তা সে বুঝবে। তাই আল্লাহর কাছে হাজার শুকরিয়া জানাই যেন নেক ভাবে সুন্দর ভাবে নিকিতার ভাবে যেন মৃত্যুবরণ করি। অন্যায় অবিচার অত্যাচার হাত থেকে যেন নিজেকে রক্ষা করি অন‍্যকে রক্ষা করি। দুনিয়াতে গরিবের হক বিনষ্ট না করি।ন‍্যায় পথে জীবন গড়ি।তাহলে এমন ভয়াবহ মৃত্যু থেকে আল্লাহ্ রক্ষা করবে।

$ 0.00
4 years ago

ধন্যবাদ আপনাকে, আমার কথা গুলো সুন্দর ভাবে বুঝানোর জন্য। আমাদের এমন ভয়াবহ মৃত্যু থেকে আল্লাহ্ রক্ষা করবে। যদি আমরা তার কথা মতো অনুসরন করে চলি।

$ 0.00
4 years ago

আমিন আমিন আমিন সুম্মা আমীন

$ 0.00
4 years ago