৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ বাণী

4 7
Avatar for Daimond23
3 years ago

পবিত্র কোরআনে মহান আল্লাহ তা'আলা আমাদের নানা বিষয়ে বহু উপদেশ প্রদান করেছেন।

এমনই ৪০টি গুরুত্বপূর্ণ উপদেশ বাণী হলঃ

১. মানুষের সাথে কঠোর ভাষায় কথা বলবে না। (সূরা ইমরান-১৫৯)

২. তোমার রাগ দমন কর। (সূরা ইমরান-১৩৪)

৩. অন্যের সাথে ভালো ও নম্র আচরণ কর। (সূরা নিসা-৩৬)

৪. কারো প্রতি নিষ্ঠুর হবে না। (সূরা আরাফ-১৩)

৫. অন্যের ভুলকে ক্ষমা করবে। (সূরা আরাফ-১৯৯)

৬. কারো মসজিদে যাওয়ার পথে বাধা সৃষ্টি করবে না। (সূরা বাকারা- ১১৪)

৭. আস্তে শব্দ কর। (সূরা লোকমান-১৯)

৮. অন্যকে বিপদগ্রস্ত করো না। (সূরা হুজুরাত-১১)

৯. পিতা মাতার ওপর দায়িত্ববান হও। (সূরা বনি ইসরাইল-২৩)

১০. পিতা মাতার সাথে উফ শব্দটিও বলবে না। (সূরা বনি ইসরাইল-২৩)

১১.বিনা অনুমতিতে পিতা মাতার কক্ষে প্রবেশ করবে না। (সূরা নুর-৫৮)

১২. বকেয়া লেনদেন লিখে রাখবে। (সূরা বাকারা-২৮২)

১৩. কাউকে অন্ধভাবে অনুসরণ করবে না। (সূরা বাকারা-১৭০)

১৪. ঋণ ফিরিয়ে দেওয়ার আরও সুযোগ দিবে। (সূরা বাকারা-২৮০)

১৫.সুদ নিও না, ইহা মারাত্বক পাপ। (সূরা বাকারা-২৭৫)

১৬. ঘুষ খেয়ো না। (সূরা বাকারা-১৮৮)

১৭. শর্ত ভেঙো না। (সূরা বাকারা-১৭৭)

১৮. বিশ্বাস বজায় রাখো। (সূরা বাকারা-২৮৩)

১৯. সত্যকে মিথ্যার সাথে মিলিয়ো না। (সূরা বাকারা-৪২)

২০. মানুষের মাঝে সঠিক বিচার কর। (সূরা নিসা- ৫৮)

২১. সুবিচারে কঠোর অবস্থান রাখো। (সূরা নিসা-১৩৫)

২২. মৃত ব্যাক্তির সম্পদ তার পরিবারে সঠিকভাবে ভাগ করে দাও। (সূরা নিসা- ৭)

২৩. নারীদেরও উত্তরাধিকার হওয়ার নিয়ম আছে। (সূরা নিসা-৭)

২৪. এতিমের সম্পত্তি গ্রাস করো না। (সূরা নিসা-১০)

২৫. এতিমকে রক্ষা করো। (সূরা বাকারা- ২২০)

২৬. অন্যের সম্পদ সুকৌশলে গ্রাস করো না। (সূরা নিসা-২৯)

২৭. মানুষের মধ্যে ঝগড়া-বিবাদ মিমাংসা করে দাও। (সূরা হুজুরাত- ০৯)

২৮.মানুষের উপর সন্দেহ এড়িয়ে চল। (সূরা হুজুরাত-১২)

২৯. পিছনে কান পেত না। (সূরা বাকারা-২৮৩)

৩০. সাহায্যার্থে সম্পদ ব্যয় কর। (সূরা হাদিদ-৭)

৩১. গরীবকে খাওয়াতে লোকদের উৎসাহ প্রদান কর। (সূরা মাউন-০৩)

৩২. প্রয়োজনে সাহায্য করো। (সূরা বাকারা-২৭৩)

৩৩. কখনো অপচয় করো না। (সূরা বনি ইসরাইল-২৯)

৩৪. অতিথি আপ্যায়ন কর। (সূরা আয যারিয়াত-২৬)

৩৫. নিজে যাচাই করে তারপর অন্যকে করতে বল। (সূরা বাকারা-৪৪)

৩৬. পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করো না। (সূরা বাকারা-৬০)

৩৭. যুদ্ধের সময় যুদ্ধের ময়দান হতে পলায়ন করো না। (সূরা আনফাল- ১৫)

৩৮. যে যুদ্ধ করে শুধু তার সাথে যুদ্ধ করবে। (সূরা বাকারা-১৯০)

৩৯. পৃথিবীতে বিবাদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করবেনা। (সূরা বাকারা-৬০)

৪০. ধর্মের ব্যাপারে জোর করবে না। (সূরা বাকারা- ২৫৬)

আল্লাহ আমাদের সব উপদেশ মেনে চলার তৌফিক দান করুক-আমীন।

6
$ 0.00
Avatar for Daimond23
3 years ago

Comments

মাশাল্লাহ। খুবই চমৎকার এবং গুরুত্বপূর্ণ বিষয় পোস্ট করেছেন। আল্লাহ সকলকে মেনে চলার তৌফিক দান করুন। আমিন। যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করলে খুশি হব।

$ 0.00
3 years ago

পোস্টটি অনেক গুরুত্বপূর্ণ। একটা মানুষের জন্য কতটা উপকারী পোস্ট আপনাকে বলে বোঝানো সম্ভব না। অনেক অনেক ধন্যবাদ এমন একটা গুরুত্বপূর্ণ পোষ্ট শেয়ার করার জন্য। মানুষ যদি এগুলো ভাবতো আল্লাহ সৃষ্টি সুন্দর। আল্লাহ সৃষ্টিতে প্রত্যেকটা জিনিস কে বেঁধে দিয়েছে সুন্দর করে।কিন্তু মানুষ তাকে সুন্দর পথ চড়ন কে অসুন্দর করে তোলে।মানুষের গড়ে তুলা পথ হচ্ছে কঠিন। আল্লাহর আর্দেশের পথ সহজ।

$ 0.01
3 years ago

কথা গুলো শুনে খুব ভালো লাগলো।

$ 0.00
3 years ago

আপনার কথাতে আনন্দ হলাম।এইভাবে পাশে থাকবেন। 😍❤

$ 0.00
3 years ago