আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করবো, "আপনাদের মধ্যে যারা বড় ধরণের কোনো বাধার কারণে দ্বীনের পথে অগ্রসর হতে পারছেন না, এটা হতে পারে পরিবারের কোন সদস্য অথবা কোনো পাপ যা আপনাকে ছেড়ে যাচ্ছে না। তাদের জন্য খুব সুন্দর একটি এনালজি।
হাবিব ওমর দারুণ সুন্দর একটি উপমা প্রদান করেছেন। তিনি বলেন - এক মহানুভব ব্যক্তি একবার এক লোককে তার বাড়িতে খাবার খেতে আমন্ত্রণ জানালো। কিন্তু যখন সে বাড়ির গেইটের কাছে পৌছলো, সে দেখতে পেলো একটি কুকুর দরজার পাশে বসে আছে।
প্রতিবার যখন সে বাড়িতে প্রবেশের চেষ্টা করতো কুকুরটি তাকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দিতো এবং বেশ কয়েকবার তার ক্ষতিও করলো। লোকটি বহু বার চেষ্টা করলো কিন্তু প্রবেশ করতে পারলো না। শেষ পর্যন্ত সে হতাশ হয়ে মন খারাপ করে বসে পড়লো। হঠাৎ করে সে বাড়ির মালিককে কান্নাজড়িত কণ্ঠে ডেকে বললো - " আপনি আমাকে আপনার বাড়িতে খাবার খেতে আমন্ত্রণ জানিয়েছেন কিন্তু এই কুকুরটি আমাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না।" তখন বাড়ির মালিক সাথে সাথে কুকুরটিকে সরিয়ে ফেললেন, ফলে লোকটি প্রবেশ করতে সক্ষম হলেন।
আল্লাহ হলেন মহানুভব। তিনি আমাদেরকে তাঁর ক্ষমার প্রতি এবং তাঁর জান্নাতের ভোজে আহ্বান জানিয়েছেন। কুকুর হলো শয়তান/প্রতিবন্ধক যে রাস্তা বন্ধ করে রেখেছে। তাকে নিজে নিজে পরাজিত করার চিন্তা বাদ দিন, কারণ সে মারাত্মক শক্তিশালী। বরং কেঁদে কেঁদে মহানুভব আল্লাহকে ডেকে বলুন - "ও মহানুভব মালিক! আমি আশা হারিয়ে ফেলছি, কারণ, আমি এই বাধা অতিক্রম করতে পারছি না। তাই, আপনার কাছে প্রার্থনা করছি, দয়া করে তাকে আমার জীবন থেকে দূর করে দিন। যেন আমি আপনার সন্তুষ্টি পেয়ে ধন্য হতে পারি এবং আপনার খাঁটি ভালোবাসা অনুভব করতে পারি।"
আন্তরিকতার সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালাকে ডাকুন এবং আপনার জীবনের পরিবর্তন প্রত্যক্ষ করুন।
আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে চলার ও আমল করার তৌফিক দান করুক।