*- No Spoiler -*
➤ Movie - Athiran (2019)
➤ Imdb - 6.8/10
➤ P.Ratings - 8/10
➤ Genre - Psychological Thriller
➤ Language - Malayalam (Bsub Available)
➤ Cast - Fahadh Faasil, Sai Pallavi, Atul Kulkarni, Lena etc..
➤ Directed By - Vivek
- প্রতিবন্ধীকতা কোনো পাপ বা অসম্পূর্ণতা নয়,
তারাও সৃজনশীলতা প্রকাশ করতে পারে নিজের মাঝে,
ভালোবাসতে পারে আমাদের মতোই,
তাদের ভালোবাসাটা আমাদের চাইতেও মজবুত!
🔖 কিছু কিছু মুভি থাকে এই মনে হয় স্লো লাগছে আবার এই একদম সাসপেন্সে জমে যাচ্ছেন,
এমন টাইপেরই একটা মুভি,
চলুন প্লট সম্পর্কে কিছু জেনে আসি -
📌 Plot Summary -
গল্পের শুরুটা হয় একটি মানসিক হাসপাতালে একজন সরকারী ডাক্তারের পরিদর্শন দিয়ে,
হাসপাতালে কোনো অব্যবস্থাপনা থাকলে তা রিপোর্ট করার জন্যই আসা ঐ ডাক্তারের,
এর জন্য সে সকল রোগীর সাথে পরিচিত হয়,
কিন্তু একজন রোগী থাকে খুবই অদ্ভুত এবং ভয়ংকর!
রোগীটি নিথিয়া, কে এই নিথিয়া? কেনোইবা এই মানসিক হাসপাতালে সে? আর তার পরিণতি ই বা কি হবে? ডাক্তার কি করবে এমন একজন ভয়ংকর রোগীর সাথে?!
সব প্রশ্ন ঘিরে ধরবে আপনাকে। তো, এ সকল জটের মূল কিন্তু মুভিটা না দেখলে খুলতে পারবেন না...
• মুভিটির শেষে বেশ ভালোই একটা বড় টুইস্ট আছে,
যদিও এর আংশিক আমি আঁচ করতে পেরেছিলাম,
কিন্তু পুরোটা মিলিয়ে আমি নিজেও অবাক হয়ে গেছি!
মুভিটির রানটাইম বেশি হওয়াইতে কিছু জায়গায় স্লো মনে হবে,
আবার কিছু জায়গায় ভয়ও পেতে পারেন...
আর বরাবরের মতোই মালায়ালাম ইন্ড্রাস্ট্রি মানেই সিনেমেটোগ্রাফির চমৎকার নিদর্শন,
এটাতেও তার ব্যতিক্রম ঘটেনি,
যথারীতি অসাধারণ সব সিনেমেটোগ্রাফি আমরা দেখতে পেয়েছি পুরো মুভিজুড়ে,
বিজিএম গুলোও ছিলো অনেক দূর্দান্ত,
সিন অনুযায়ী বেশ মানানসই...
🔰 মুভিটিতে মূল অভিনেতা যখন ফাহাদ ফাসিল, তখন অভিনয় নিয়ে বলার মুখটুকুও আর থাকেনা,
এত্তো নিখুঁত একজন অভিনেতা আবারো তার সুনাম অক্ষুণ্ণ রেখেই নিজের প্রতিভার ছাপ রেখে গেছেন,
তার সাথে মুভির আরো একটি মূল চরিত্র সাই পল্লবী তো অসাধারণ অভিনয় করলো,
এক কথায় অস্থির, ওয়ান অফ হার ক্যারিয়ার বেস্ট পারফর্মেন্স বলা যায়!
এতোটা সাবলীল এমন একটা চ্যালেঞ্জিং চরিত্রে!
প্রশংসা প্রাপ্য তার পুরোপুরি...
সাথে অতুল কুলকার্নি, লিনা এরাও মোটামুটি ভালোই করেছে তাদের স্থান হতে...
🔹 আমাদের সমাজে প্রতিবন্ধী, মানসিক রোগী এরা একধরনের বোঝা হিসেবে আখ্যায়িত হয়,
অথচ এরাও চাইলেই নিজেদের সৃজনশীলতার মাধ্যমে আপনার মুখ উজ্জ্বল করতে পারে,
ভালোবাসারও কোনো ভেদাভেদ নেই,
আমরা একজন নরমাল সাধারন মানুষ হয়েও আজকাল ভালেবাসার সঠিক মূল্যটা দিতে জানিনা,
অথচ প্রতিবন্ধী বা মানসিক রোগী হয়েও তারা ভালোবাসার জন্য সব করতে পারে,
নিজেদের মাঝে এই বিশ্বাস, হৃদয়ের টান সকল নরমাল মানুষেরও থাকেনা ভাই...
🔸 সবমিলিয়ে চমৎকার একটি মালায়ালাম নির্মান, সাথে আছে ফাহাদ ফাসিল এবং সাই পল্লবীর মতো অভিনেতারা,
তাই না দেখলে দেখে নিয়েন খুব দ্রুতই,
মুভিটি কিন্তু একটি হলিউড মুভির রিমেক যার নাম Stoneshearst Asylum...
আর আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি মুভিটি ইউটিউবেও আছে মালায়ালাম ভাষায় (যদিও এটাতে আবার ১০ মিনিটের সিন নাই)😪,
তবে কোনো হিন্দি ডাবিং নেই...
তাই দেখে জানাবেন কেমন লাগলো...
Nice article