Kota Factory (2019)

2 14
Avatar for Chomok15
3 years ago

📌📌সিরিজ রিভিউ(নো স্পয়লার)

📌📌ভর্তি পরীক্ষা, শব্দযুগলের সাথে আশা করি আমরা সবাই পরিচিত।ভর্তি পরীক্ষার সবচেয়ে বড় ও কঠিন প্রতিযোগীতাগুলো হয় সাধারণত বিভিন্ন নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময়ে। আর ইঞ্জিনিয়ারিং হলে তো কথাই নেই, আরো কয়েকগুণ বেড়ে যায় এই প্রতিযোগিতা(যেমন ধরুন আমাদের দেশে বুয়েট বা পাশের দেশ ভারতের IIT)।

📌📌এখন কথা হলো আমরা এই প্রতিযোগিতাগুলোতে জিততে কেন চাই? অবশ্যই জীবনে ভালো কিছু করার জন্য, নিজ ফিউচারকে সেট করার জন্য। কিন্তু এই ভর্তি পরীক্ষাগুলোই এক সময় আমাদের মান সম্মান রক্ষার লড়াই হয়ে যায়। ফিউচারকে সেটেল করতে গিয়ে আমরা বর্তমানকেই কীভাবে যেন ছন্নছাড়া করে ফেলি।

📌📌সিরিজের নামঃ Kota Factory(2019)

ভাষাঃহিন্দি

প্ল্যাটফর্মঃ TVF

এপিসোডঃ৫টি

কাস্টঃ জিতেন্দ্রি কুমার,এহসাস চান্না,রেভথি পিল্লাইসহ আরো অনেকেই।

Imdb rating:9.1/10 (💥💯)

Personal Rating: 9/10

📌📌কাহিনী যেমন লেগেছেঃ

📌📌অনেক বাস্তবিক একটা কাহিনী পুরো সিরিজটার। একজন টিনএজারের মধ্যে যে কনফিউশান,নার্ভাসনেস, ফ্যান্টাসি,জেদী মনোভাব, প্রেমে পড়ার ব্যাপারগুলো আছে,প্রায় প্রতিটাই আমি এই সিরিজের ক্যারেক্টারগুলোর মধ্যে প্রতিফলিত হতে দেখেছি।

📌📌৫টা এপিসোডের প্রতিটির রানিং টাইমও খুব বেশি না,তাই মোটেও বোরড হইনি। বরং মনে হচ্ছি এত দ্রুত কেন শেষ করে দিল। জীবনের সাথে অনেক জিনিস রিলেট করতে পেরেছি এই সুন্দর সিরিজটার সাথে।

📌📌Direction:

📌📌একটা কথা জানিয়ে রাখি,এটা ভারতের প্রথম সাদা কালো ওয়েব সিরিজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগতে পারে, ২০১৯ সালে এসেও কেন সাদা কালোভাবে সিরিজ বানানো হলো?

📌📌সিরিজটার কাহিনী মূলত Kota শহরে কয়েকজন ছাত্রের ভর্তিপরীক্ষার প্রস্তুতি নেওয়া নিয়েই সামনে এগিয়ে গেছে। তো সেখানকার ছাত্রদের বোরিং ও ডিপ্রেসিং লাইফকে ফুটিয়ে তুলতেই মূলত এখানে সাদা-কালো ইফেক্ট ইউজ করা হয়েছে পুরো সিরিজে, যে ব্যাপারটা আমার কাছে যথেষ্ট ইউনিক লেগেছে বলাই যায়। এছাড়া অন্যান্য দিকেও ডিরেকশন ভালোই লেগেছে আমার সিরিজটাতে।

📌📌অভিনয়ঃ

📌📌এই সিরিজের কাস্টদের কেউই হয়তো আমাদের তেমন পরিচিত নয়। তাও প্রত্যেকে যে যার রোল একদম পার্ফেক্টলি প্লে করেছে বলেই মনে হয়েছে।

📌📌ব্যাকগ্রাউন্ড মিউজিকঃ

📌📌 ইন্ডিয়ান সিরিজগুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ইন্ট্রো মিউজিকগুলো বেশিরভাগ সময় ভালোই লাগে আমার। এই সিরিজেও সেই একই কথাই বলব।

📌 📌সবশেষে বলব, সিরিজটা দেখে না থাকলে আপনার জন্য এটা Must Watch. আশা করি ভালোই লাগবে সবার।

Happy Watching🖤

2
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Avatar for Chomok15
3 years ago

Comments

Very good article dear friend. Keep it up❤❤

$ 0.00
3 years ago

Thanks....

$ 0.00
3 years ago