'Dont be afraid to love again, not everyone’s your ex'
➡️Movie name- Holidate
➡️Release date- 28 October, 2020
➡️IMDb- 6.3/10
➡️Rotten tomatoes - 43%
➡️89% google users liked so far.
➡️হলিডেট মূলত আমেরিকান রোমান্টিক কমেডি, হলিডে শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত থাকলেও 'হলিডেট' শব্দটার সাথে খুব বেশি পরিচিত নই, মূলত কমেডি আর রোমান্সের সমন্বয়েই এই মুভিটি পরিচালিত আর যেখানে এক মিনিটও সময় নষ্ট হয়েছে বলে মনে হবেনা, অন্তত আমার হয়নি।
⚠️⚠️Spoiler Alert⚠️⚠️
➡️মুভিটার লিড ক্যারেক্টরে থাকে 'Sloane' এবং 'Jackson', তারা দুইজনই তাদের ফ্যামিলির যন্ত্রণায় ত্যক্তবিরক্ত যেখানে প্রত্যেক হলিডে তাদের প্রশ্ন করা হয় কেন তারা এখনো কোনো সম্পর্কে জড়াচ্ছেনা আর এর রেষ ধরেই গল্প আগায়।
গল্পে Sloane প্রায় এক বছরের মতো তার পূর্বের সম্পর্কেই আটকে আছে আর ভ্যালেন্টাইন্স ডে'তে যখন সে তার এক্সকে নতুন কমবয়সী গার্লফ্রেন্ডের সাথে দেখে সে আরোও বেশি ভেঙে পড়ে আর তখনই Jackson তার জীবনে আসে আর একসময় তারা
দুজনই দুজনের প্রতি দুর্বল হয়ে পড়ে কিন্তু Sloane ভয় পায় নতুন করে কোনো সম্পর্কে জড়াতে কারণ তার ধারণা একসময় সবাই তাকে ছেড়ে চলে যাবে, শেষ অব্দি কি হয় তা দেখতে হলে মুভিটা দেখার অনুরোধ রইল।
➡️ব্যক্তিগত অনুভূতি - আমার কাছে মনে হচ্ছিল মুভিটা যেন আমার জীবন নিয়েই বানানো তবে আমাদের জীবনে অতীত থাকে, অতীতে পড়ে থাকলে জীবনের বাকিটা সময় হয়ত পাশে কাছের কাউকে পাওয়া যায়না ।
জীবনে একবার ভুল হলে যে বার বার তাই-ই হবে তাতো নয় মাঝেমধ্যে জীবন আমাদের সুযোগ দেয় আর সে সুযোগকে হ্যা বলে, 'You've the best thing ever happened to me' বলে সুন্দর একটা হ্যাপি এন্ডিং পাওয়া যায় ❤✨✨
Interesting article dear subscribe done