Report wizard দ্বারা রিপোর্ট তৈরি

0 16
Avatar for Chadni01
3 years ago

Report wizard ব‍্যবহার করে পছন্দ মতো কাস্টমাইজ রিপোর্ট তৈরি করা যায়। রিপোর্ট তৈরির ধাপগুলো নিম্নরূপ:

১.যে টেবিলের রিপোর্ট তৈরি করতে হবে সেই টেবিলটি ওপেন করতে হবে।

২.creat রিবনে ক্লিক করতে হবে।

৩.Report wizard এ ক্লিক করতে হবে ।

৪.Report wizard এর available fields থেকে সবগুলো ফিল্ড ওপেন করতে হবে।

৫.দুইবার next বাটনে ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে।

৬.ডায়ালগ বক্স থেকে Tabular সিলেক্ট করে next বাটনে ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে।

৭.ডায়ালগ বক্সের flow সিলেক্ট করে next বাটনে ক্লিক করতে হবে।

৮.ডায়ালগ বক্সের what title do you want for your report: বক্সে LECTURE টাইপ করে finish বাটনে ক্লিক করলে রিপোর্ট তৈরি হবে।

1
$ 0.00

Comments