Form wizard ব‍্যবহার করে ফর্ম ডিজাইন

0 22
Avatar for Chadni01
3 years ago

১.যে টেবিলের ফর্ম ডিজাইন করতে হবে সেই টেবিলটি ওপেন করতে হবে।

২.creat রিবনে ক্লিক করতে হবে।

৩.more forms এর অধীনে form wizard সিলেক্ট করতে হবে।

৪.form wizard এর available fields থেকে সবগুলো ফিল্ড সিলেক্ট করতে হবে।

৫.next বাটনে ক্লিক করলে যে ডায়ালগ বক্স আসবে সেখান থেকে tabular সিলেক্ট করে next বাটনে ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে।

৬.ডায়ালগ বক্সের form style সিলেক্ট করে(যেমন-civic) next বাটনে ক্লিক করতে হবে।

৭.তারপর next বাটনে ক্লিক করলে ডায়ালগ বক্স আসবে।

৮.ডায়ালগ বক্সের what title do you want form: বক্সে PKD টাইপ করে finish বাটনে ক্লিক করলে ফর্ম তৈরি হবে।PKD নামক উইন্ডোতে উক্ত টেবিলের ডেটা সমূহ (যদি পূর্বে থেকে ডেটা এন্ট্রি থাকে) ফর্মে প্রদর্শিত হবে।

1
$ 0.00

Comments