পরিবারে স্বামী ও স্ত্রী হিসেবে কী কী করণীয়ঃ

0 8
Avatar for Buri222
4 years ago

#স্বামী_হিসেবে_করণীয়♥️♥️♥️♥️♥️

♥️কোথাও থেকে আসলে,প্রথমএ স্ত্রী কে সালাম দেয়া

♥️ পরিবারের দায়িত্ব পালনকে ইবাদত মনে করা।

♥️ স্বামী হিসেবে নিজেকে পরিবারের প্রধান দায়িত্বশীল মনে করা।

♥️ স্ত্রীকে বান্ধবী, জীবনসঙ্গিনী ও ঘরের অধিনস্তদের প্রধান হিসেবে বিবেচনা করা।

♥️ পারিবারিক প্রতিটি সিদ্ধান্ত গ্রহণে স্ত্রীর সাথে পরামর্শ করা।

♥️ স্ত্রীর ভাল কাজ, অবদান ও কৃতিত্বের প্রশংসা করা।

♥️ স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকা এবং ভালোবাসা ও অনুরাগ, কথা ও আচরণের মাধ্যমে প্রকাশ করা।

♥️ কর্মস্থলের বা বাইরের রাগ, ক্ষোভ, ঘরের স্ত্রী-সন্তান বা গৃহকর্মীর উপর প্রকাশ একদমই না করা।

♥️ নিজের ভুল নিঃসঙ্কোচে স্ত্রীর নিকট স্বীকার করা। অন্যায় করলে মাফ চেয়ে নেয়া।

♥️আয় অনুসারে স্ত্রীর প্রয়োজন পূরণ, ছোটখাট উপহার দেয়া ও হাতখরচা প্রদান করা এবং হাতখরচা ব্যয়ের ব্যাপারে জিজ্ঞেস না করা।

♥️পিতা কিংবা স্বামী হতে অর্জিত অর্থ ও সম্পদ ব্যয়ে স্ত্রীকে স্বাধীনতা প্রদান করা।

♥️ স্ত্রীর যুক্তি সঙ্গত আবদার পূরণ করা।

♥️নিজের আয় সম্পর্কে প্রথম থেকেই স্ত্রীকে সুস্পষ্ট ধারণা দেয়া ও অবৈধ পন্থায় অর্থোপার্জন না করা।

♥️ পেশাগত বা পারিবারিক সংকট দেখা দিলে স্ত্রীর সাথে তা খোলামেলা আলোচনা করা।

♥️ আত্মীয়-স্বজনকে উপহার বা সাহায্য করার ব্যাপারে স্ত্রীকে অযৌক্তিক বাধা না দেয়া।

♥️ স্ত্রীর আত্মীয়দের নিয়ে তাকে কথা না শোনানো।

♥️স্ত্রীর মা-বাবাকে নিজের মা-বাবার মত শ্রদ্ধা করা।

♥️ ঘরের খুঁটিনাটি ব্যাপারে হস্তক্ষেপ না করা। ঘরের কাজে স্ত্রী কে সাধ্যমত সাহায্য করা।

♥️স্ত্রীর ভুল-ত্রুটি নিয়ে সন্তানদের সামনে ভর্ৎসনা না করা।

♥️ সপ্তাহে একদিন পুরোপুরি স্ত্রী-কে নিয়ে কাটানো।

♥️ ঘরের প্রতিটি কাজ এমনি রান্নাবান্নায়ও পিকনিকের মতো অংশ নেয়া।

♥️স্ত্রীর যে কোন ভুল-ত্রুটিকে সহানুভূতির সাথে বিবেচনা করা।

♥️অন্যের কাছে স্ত্রীর বদনাম না করা।

♥️পেশাগত দক্ষতা অর্জনে সদা সচেষ্ট থাকা।

♥️অর্থ অপচয় না করা। আবেগ প্রসূত অত্যধিক কেনাকাটা না করা।

♥️ নিজের দোষ খুঁজে বের করার চেষ্টা করা।

♥️ স্ত্রীর শারীরিক খোঁজখবর নিয়মিত জিজ্ঞেস করা। অসুস্থ হলে নিজে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া।

♥️স্ত্রীর যে কোন অভিযোগ মনোযোগ দিয়ে শোনা। কোন প্রস্তাব বা কথায় প্রথমেই না বলা থেকে বিরত থাকা।

♥️স্ত্রীর সাথে খেলাধুলা করা,কৌতুক করা, তাকে বেশি বেশি সময় দেয়া।

♥️মাঝে মাঝে নিজ হাতে রান্না করে স্ত্রীকে খাওয়ানো।

♥️ বাইরে কাজ আছে বলে ক্লাব বা বন্ধু-বান্ধবদের সাথে ফালতু আড্ডায় সময় নষ্ট না করে পরিবারের আত্মিক ও মানসিক উন্নতির জন্যে সময় ব্যয় করা।

♥️ মাঝে মাঝে স্ত্রীকে নিয়ে ঘুরতে যাওয়া। অথবা দূরে কোথাও বেড়াতে নিয়ে যাওয়া।

♥️ সাধ্য থাকলে প্রতিদিন রাতে বাসায় ফেরার সময় স্ত্রীর জন্য ছোট-খাট উপহার নিয়ে আসা (গোলাপ-চকলেট) ইত্যাদি

♥️স্ত্রীকে নিয়ে একসাথে তাহাজ্জুদ আদায় করা,দু'আ করা।

♥️ স্ত্রীকে নিয়ে অন্তত সপ্তাহে একদিন একান্তে সময় কাটানো। আলাদাভাবে সময় দেয়া।

🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀🥀

#স্ত্রী_হিসেবে_করণীয়♥️♥️♥️♥️

♥️কোথাও থেকে স্বামী আসলে দরজা খুলে প্রথমে সালাম দেয়া

♥️ সংসারের প্রতিটি কাজকে ইবাদত মনে করা।

♥️ নিজেকে পরিবারের প্রাণ মনে করা।

♥️ স্বামীকে বন্ধু, জীবনসঙ্গী, দিশারী ও পারিবারিক প্রধান হিসেবে বিবেচনা করা।

♥️স্বামীকে লুকিয়ে কোন কাজ না করা। (সারপ্রাইজ দেয়া,এগুলো ভিন্ন)

♥️ স্বামীর ভালো কাজ, অবদান ও কৃতিত্বের জন্যে গর্ববোধ করা।

♥️স্বামীর প্রতি সর্বাবস্থায় বিশ্বস্ত থাকা এবং ভালোবাসা ও অনুরাগ কথা ও আচরণে প্রকাশ করা।

♥️ স্বামী-সন্তান বাইরে থেকে আসার সাথে সাথে কোন সমস্যা বা অভিযোগ না করা।

♥️ কোন ভুল বা অন্যায় হয়ে গেলে নিঃসঙ্কোচে তা স্বীকার করা বা স্বামীর কাছে মাফ চেয়ে নেয়া।

♥️ নিজের হাত খরচা থেকে কখনও কখনও স্বামীর জন্যে ছোটখাট উপহার কেনা।

♥️ প্রয়োজনে নিজের অর্জিত অর্থ স্বামী ও সংসারের জন্যে খরচ করা।

♥️ স্বামীর কাছে কোন অযৌক্তিক আবদার না করা।

♥️ স্বামীর যুক্তিসঙ্গত আয় সম্পর্কে ধারণা রাখা। আয়ের মধ্যেই সংসারের খরচ সীমিত রাখা।

♥️অতিরিক্ত খরচ ও চাপ সৃষ্টি করে স্বামীকে দুর্নীতিপরায়ণ হতে বাধ্য না করা।

♥️যে কোন বিপদে বা সংকটে স্বামীর পাশে অটল পাহাড়ের ন্যায় দাঁড়িয়ে থাকা।

♥️ স্বামীর অগোচরে কাউকে কিছু না দেয়া। এতে সম্পর্কে অনেক সমস্যা সৃষ্টি হয়।

♥️ স্বামীর আত্মীয়-স্বজন নিয়ে খোঁটা না দেয়া।

♥️ শ্বশুর-শ্বাশুড়ীকে নিজের বাবা-মায়ের মত শ্রদ্ধা করা।

♥️ ঘরের খুঁটিনাটি সমস্যা নিজেই সমাধানে সচেষ্ট থাকা।

♥️ সন্তানের সামনে স্বামীর সাথে ঝগড়া না করা এবং তার ভুল-ত্রুটি নিয়ে সমালোচনা না করা।

♥️ চাকরিজীবী হলেও সন্তান ও সংসারের ব্যাপারে যাতে কোন অবহেলা না হয় সেদিকে খেয়াল রাখা।

♥️ স্বামীর যে কোন অক্ষমতাকে সহানুভূতির সাথে বিবেচনা করা।

♥️ আত্ম উন্নয়ন ও আত্মিক উন্নয়নের কাজে স্বামীকে সহযোগিতা করা। অন্যের কাছে স্বামীকে ছোট না করা।

♥️ মা হিসেবে সন্তানের মাঝে মহৎ মানুষের গুণাবলীকে বিকশিত করার চেষ্টা করা।

♥️ সকল ধরনের অপচয়ের বিরুদ্ধে পরিবারের সবার মধ্যে সচেতনতা সৃষ্টি করা।

♥️ রাগ না করা। নিজের কষ্টকে বড় করে না দেখা। অকৃতজ্ঞ না হওয়া।

♥️ঘর-বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন ও পরিপাটি রাখা।

♥️স্বামীর পছন্দের রান্না করে খাওয়ানো।

♥️ স্বামীর সাথে কখনো কখনো ইচ্ছে করে একটু অভিমান করা।

♥️ সর্বদা স্বামীকে হাসি-খুশি রাখার চেষ্টা করা।

♥️স্বামীর যেকোনো সমস্যায় স্বামীর পাশে থাকা। স্বামীকে সাহস জোগানো।

♥️ দুজনে একসাথে তাহাজ্জুদ আদায় করা। নেক সন্তান কামনা করা।

🤲🤲আল্লাহ যেন আমাদের পরিবার কে তার রহমত ও শান্তি দিয়ে ভরপুর করে দেন,,,🤲🤲

🤲🤲🤲আমিন 🤲🤲🤲🤲🤲

🌺🌸🌸🌸🌸🏵️💐🌼🌼🌼

1
$ 0.00
Avatar for Buri222
4 years ago

Comments