0
7
অদ ভুত অদ ভুত অদ ভুত
পূর্বে, পশ্চিমে অদ ভুত
উত্তর, দক্ষিণে অদ ভুত
চারদিকে অদ ভুত,
অদ ভুত অদ ভুত অদ ভুত।
নিজে কেমন তার খবর নাই,
তবুও অন্যের দোষ খুঁজতে যাই,
অদ ভুত অদ ভুত অদ ভুত।
আরে নিজের ভালো হওয়ার ইচ্ছা নাই,
অন্যের কাঁধ চাপড়ে বলি,ভালো হ ভাই,
অদ ভুত অদ ভুত অদ ভুত।
ও খাচ্ছে, ও খাচ্ছে না
ও হাসছে, ও হাসছে না
তবুও দেয়ালে লেখে মিয়া চাঁন-
"গাহি মোরা সাম্যের গান"
অদ ভুত অদ ভুত অদ ভুত ।
আমি অনেক বড় হবো
ছোটোরা মরে যাক,
ওর ঘরে আগুন লাগা
আমার ঘর ঠিক থাক ।
অন্যের পেটে লাথি দিয়ে
নিজের পায়ের ব্যথাতেই কাঁদি,
দিনশেষে এই রংয়ের সমাজে
আমি সত্যবাদী, নারীবাদী, সাম্যবাদী,
অদ ভুত অদ ভুত অদ ভুত ।
ভুত, পেত্নী, শাকচুন্নীদের
ওঁঝারা না হয় মারবে,
কিন্তু চারদিকের অদ ভুতরা সব
বুক ফুলিয়েই হাঁটবে।