Memory

0 3
Avatar for Bipu
Written by
3 years ago

একটা সময় ছিল, যখন কোকোলা ওয়েফারের ভিতরে স্টিকার না পেলে ছেলেটা চিৎকার করে কাঁদতো ... আগামীকাল তার ৭ বছরের ভালোবাসার মানুষটার বিয়ে হয়ে যাবে ... তার চোখের সামনে দিয়ে অন্য কেউ চিরদিনের জন্য মানুষটাকে নিয়ে যাবে ... কি অদ্ভুত রকমের শান্ত হয়ে পাথরের মত বসে আছে সে এই মুহূর্তে !! খুব ছোট্টবেলায় প্রিয় আইসক্রিমটা না পেয়ে যে মেয়েটা রাগ করে দুই দিন কারো সাথে কথা বলতো না ... গত দুই দিন সে পানি ছাড়া কিছু খায় নি ... তাকে প্রশ্ন করা হয়েছিলঃ "কষ্ট হচ্ছে না ??" সে শুধু একটা দীর্ঘশ্বাস ফেলে না-সূচক মাথা নেড়েছিল !! যে মেয়েটা কোনদিন বাবার হাত ধরা ছাড়া কোথাও এক পা ও এগোয়নি ... আজ শত শত কিলোমিটার সে একা পাড়ি দিচ্ছে ... কখনো বাসের ইঞ্জিনের উপর বসে, কখনো দাঁড়িয়ে, কখনো মানুষের হাজারো ধাক্কা সহ্য করে ... একসময় তার কষ্ট হতো ... এখন সব সয়ে গেছে !! শিশুপার্কে ভীড়ের মধ্যে ২ মিনিটের জন্য মা কে খুঁজে না পেয়ে যে ছেলেটা পাগলের মত একসময় কেঁদেছিল ... এই মুহূর্তে সে মায়ের মৃত্যু সংবাদ পেয়ে দাঁতে দাঁত চেপে দাফনের ব্যবস্থা করার জন্য অফিসের মিটিং শেষ করে ছুটছে !! আমরা প্রত্যেকদিন একটু একটু করে বড় হই আসলে একটু একটু করে বেশি কষ্ট সহ্য করে নেয়ার জন্য ... দুই সপ্তাহ আগেও যে কারণে মন খারাপ হতো, আজ সেই কারণটা আমরা কোন না কোনভাবে স্বাভাবিক বানিয়ে সহ্য করে ফেলি !! এই পৃথিবী কোনদিন তার নিষ্ঠুরতা কমায় না, কমাবে না ... এখানে বেঁচে থাকার জন্য তোমাকেই তোমার সহ্য ক্ষমতা বাড়িয়ে নিতে হবে !! কষ্ট কোনদিন তোমাকে বুঝবে না ... কষ্টরা আসতে থাকবে, আসতেই থাকবে ... প্রতিদিন আরেকটু বেশি তীব্র হয়ে এসে চেপে বসবে বুকের বামপাশটাতে ... তোমার ঐ খুব নরম হৃদপিন্ডটাকে আস্তে আস্তে শক্ত করে পাথরের মত বানিয়ে ফেলতে হবে ... ভীষণ আঘাতেও যেন ওটা দুমড়ে মুচড়ে না যায় !! এভাবেই বেঁচে থাকা ... এখানে বেঁচে থাকার অপর নাম সহ্য করা, মানিয়ে নেয়া !!" :)

1
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder

Comments