Hair problem

0 10
Avatar for Bipu
Written by
4 years ago

নিজের পাতলা চুলের আরও ক্ষতি করবেন না, এড়িয়ে চলুন এসব ভুল- 🙂 পাতলা চুল ম্যানেজ করা এমনিতেই কঠিন! কিছুতেই বাউন্স আসে না, একটুতেই নেতিয়ে যায়! আরও সমস্যা হয় যখন সেই চুলও উঠতে শুরু করে! কাজেই পাতলা চুল ঠিকঠাক, সুন্দর রাখতে বিশেষ যত্ন করা দরকার। অনেক সময় আমরা এমন কিছু ভুল করে ফেলি যাতে পাতলা চুল বেশি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। জেনে নিন তেমনই কিছু ভুল আর চুলের যত্ন করার পাশাপাশি এড়িয়ে চলুন এসব ভুল। 🙂 ভেজা চুল আঁচড়ানোঃ শুকনা চুলের চেয়ে ভেজা চুলের ভঙ্গুরতা বেশি হয়। শুধু পাতলা চুলই নয়, ঘন চুলও ভেজা অবস্থায় মোটেই আঁচড়ানো উচিত নয়। আগে খোলা বাতাসে চুল অর্ধেক শুকিয়ে নিন, তারপর আঙুল চালিয়ে চালিয়ে জট ছাড়ান। একদম শেষে সব জট ছাড়ানো হয়ে গেলে মোটা দাঁড়ার চিরুনি দিয়ে আঁচড়ে নিন। 🙂 হেয়ার প্রোডাক্টের অতিরিক্ত ব্যবহারঃ ব্লো ড্রাই করার সময় বা চুলের অন্য কোনও স্টাইলিং করলে কিছু হেয়ার প্রোডাক্টের সাহায্য নিতেই হয়। কিন্তু খুব ঘন ঘন এসব জিনিস ব্যবহার করা চুলের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। না করলেই নয় এমন সময়গুলোতেই হেয়ার প্রোডাক্ট ব্যবহার করুন, খুব প্রয়োজন পড়লে তবেই চুল স্টাইল করুন, তাও মিডিয়াম হিটে। 🙂 নিয়মিত চুল ট্রিম না করাঃ পাতলা চুল সহজে বাড়ে না, তাই একবার চুল লম্বা হয়ে গেলে তা কেটে ফেলতেও ইচ্ছা করে না। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। নিয়মিত চুল ট্রিম করলে চুলের স্বাস্থ্য অটুট থাকে। বরং চুল না কাটলেই তা ডগার দিক থেকে আরও পাতলা আর শুকনা দেখতে লাগে। পাতলা চুল ছোট করে কেটে রাখলে তাতে বাউন্সও বেশি থাকে আর চুলে ঘনত্বের একটা আভাস পাওয়া যায়। 🙂 খুব শক্ত করে চুল বাঁধাঃ পাতলা চুলে কোনওরকম টান বা চাপ পড়া ভালো না, তাতে চুল বেশি করে ভেঙে ঝরে পড়তে শুরু করে। পাতলা চুলে এমন কোনও হেয়ারস্টাইল করবেন না যাতে চুলটা শক্ত করে পনিটেল বা বিনুনিতে বেঁধে রাখতে হয়। চুলের গোড়ায় চাপ পড়লে আপনার চুল আরও ক্ষতিগ্রস্ত হবে। 🙂 ভুল বালিশের ব্যবহারঃ খসখসে সুতির বালিশে ঘুমানোর অভ্যাস? আপনার চুল কিন্তু তাতে অতিরিক্ত স্ট্রেসের শিকার হচ্ছে। খসখসে বালিশে ঘষা লেগে চুল ভেঙে ঝরে যায় বেশি। তাই সুতির পরিবর্তে সাটিন বা সিল্কের বালিশের কভার ব্যবহার করুন। তাতে চুল ঘষা কম খাবে, চুল উঠবেও কম।

2
$ 0.00
Avatar for Bipu
Written by
4 years ago

Comments