0
8
আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে গত ৯ মাসে দেশে ধর্ষণের ঘটনা ঘটেছে ৯৭৫টি, তার মধ্যে সংঘবদ্ধ ধর্ষণ ২০৮টি। ধর্ষণের পর হত্যার ঘটনা ৪৩টি। ধর্ষণের শিকার ১২ জন করেছে আত্মহত্যা। মিডিয়ায় যেসব খবর আসে তার ভিত্তিতেই এই তথ্য। (সোর্স-প্রথম কমেন্টে) কয়টার বিচার পেয়েছেন? এর বাইরে অজানা যৌন নিপীড়নের ঘটনা অসংখ্য। নতুন এক একটা কাহিনি ঘটবে পুরাতন কাহিনি সবাই ভুলে যাবে। এর মাঝে "বাবু খাইসো" টাইপ কিছু হলে তো কথাই নেই, সব কিছু রিফ্রেশ হয়ে যাবে। ধর্ষণ ঠেকাতে হলে তথাকথিত পাওয়ার ঠেকাতে হবে। স্বচ্ছতা-জবাবদিহিতা তৈরি করতে হবে। তারপরে আসে বিচার ব্যাবস্থা কে বিচার করবে? আইনেই বাস্তবায়ন নাহলে বাংলাদেশ হিংস্র পশুর অভয়ারণ্যের জন্য ভালো পর্যটন খ্যাতে রুপান্তরিত হবে। দেশ-বিদেশ থেকে পর্যটক আসবে বাংলাদেশ নামক "চিড়িয়াখানা" তে পশু দেখতে।