# ৪১তম বিসিএস প্রিলি প্রস্তুতি ৯ম -১০ম শ্রেণির বিজ্ঞান বই থেকে প্রায় ৪৫০টি গুরুত্বপূর্ণ তথ্য। ======================================(২টি পার্টে দেয়া হবে) # পযার্য়ক্রমে ১ম থেকে ১০ম অধ্যায় পর্যন্ত) ১ম পার্ট: # ১ম__অধ্যায় (১-৬০) ১।প্রাণীদেহে শুষ্ক ওজনের কতভাগ প্রোটিন - ৫০%। ২।খাদ্যের উপাদান - ৬টি। ৩।আমিষের গঠনের একক - অ্যামাইনো এসিড। ৪।মানবদেহে কয়ধরনের অ্যামাইনো এসিড রয়েছে - ২০ ধরনের। ৫।মানুষের প্রধান খাদ্য - শর্করা। ৬।পানিতে দ্রবনীয় ভিটামিন - B,C। ৭।ঢেকি ছাটা চাল ও আটার ভিটামিন থাকে - থায়ামিন। ৮।দৈনিক পানি পান করা উচিত - ২-৩ লিটার। ৯।ব্রাইন বলা হয় - লবনের দ্রবনকে। ১০।পুষ্টির ইংরেজী শব্দ - Nutrition। ১১।কোষ গঠনে সাহায্য ও নিয়ন্ত্রন করে - ভিটামিন ই ও লাইসিন। ১২।কার্বোহাইড্রেট C:H:O এর অনুপাত - ১:২:১। ১৩।খাদ্যের কোন উপাদানটি মিষ্টি স্বাদযুক্ত - শর্করা। ১৪।FRUIT SUGAR বলা হয় - ফ্রুকটোজকে। ১৫।অামিষের শতকরা নাইট্রোজেন পরিমান - ১৬% ১৬।অামিষের মৌলিক উপাদান কয়টি - ৪টি ১৭।ইলিশের প্রোটিন অাছে - ২০ ১৮।মাছ থেকে কতভাগ প্রোটিন অাসে - ৮০ ভাগ। ১৯।অামিষের অভাবে হয় - ম্যারাসমাস রোগ। ২০।মহিষের দুধে শক্তির পরিমান - ১১৭ ক্যালরী। ২১।শক্তি উৎপাদক খাদ্য - শর্করা। ২২।ভিটামিন এভাবে রোগ - রাতকানা জেরপথ্যালমিয়া। ২৩।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০ ধরনের। ২৪।ভিটামিন বি - ২০ প্রকার। ২৫।প্রাপ্ত বয়স্ক লোকের লৌহের প্রয়োজন - ৯গ্রাম। ২৬।খাদ্যের মধ্যে নিহিত শক্তির একক - কিলোক্যালরী। ২৭।Quetelet Index বলা হয় - BMI। ২৮।BMI- Body Mass index ২৯।দেহের চর্বি পরিমান নিদের্শক - BMI। ৩০।BMI- ওজন/(উচ্চতা)^২। ৩১।BMIএর অপর নাম - QLI। ৩২।বোরহানিতে পাওয়া যায় - ল্যাকটিক এসিড। ৩৩।ভিনেগার কী - অ্যাসেটিক এসিডের ৫% দ্রবন। ৩৪।তামাকে কোন পদার্থ থাকে - নিকোটিন, ক্যাফেইন। ৩৫।ধূমপান করার উপাদানটি নাম - Nicotina। ৩৬।সর্বপ্রথম এইডস চিহ্নিত হয় - আফ্রিকায়। ৩৭।পরিপোষক ইংরেজী শব্দ - Nurtrients। ৩৮।উৎপত্তিগত আমিষ - ২ প্রকার। ৩৯।মানবদেহে ওজনের মোট ক্যালসিয়াম - ২ভাগ। ৪০।মানবদেহে ওজনের মোট পানি - ৬০ থেকে ৭৫ভাগ। ৪১।মানবদেহে ফসফরাসের প্রয়োজন - ৫গ্রাম। ৪২।এসিডোমিস হয় - পানির অভাবে। ৪৩।মানুষের মৃত্যু হয় - ১০% পানির অভাবে। ৪৪।মানবদেহের বৃদ্ধির সময়সীমা - ২০ থেকে ২৪ বছর। ৪৫।পুষ্টি - ৪ প্রকার। ৪৬।এইডসের ভাইরাসের নাম - HIV। ৪৭।এ পযর্ন্ত অ্যামোইনো এসিডের সন্ধান পাওয়া গেছে - ২০ ধরনের। ৪৮।খাদ্যে ফ্যাটি এসিড পাওয়া যায় - ২০। ৪৯।স্নেহ - ২ প্রকার। ৫০।বিজ্ঞান শব্দের অর্থ - বিশেষ জ্ঞান। ৫১।স্নেহে দ্রবনীয় - ভিটামিন A,D,E,K। ৫২।ফল পাকানোর জন্য দায়ী - ক্যালসিয়াম কার্বোইড। ৫৩।HIV অাক্রমন করে - রক্তে শ্বেতকনিকায় লিম্ফোসাইটকে। ৫৪।আমাশয় - ২ প্রকার।এমিবিক ও ব্যাসিলারি। ৫৫।ভাইরাস - প্রকৃত পরজীবী। ৫৬।ভাইরাসকে বলা হয় - অকোষীয় জীব। ৫৭।ছত্রাকে বলা হয় - মৃতজীবী জীব। ৫৮।অনুজীবকে বলা হয় -আদিজীব। ৫৯।প্রথম ব্যাকটেরিয়া দেখতে পান - বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েন হুক। ৬০।ধূমপানের উপাদানটির বিজ্ঞানিক নাম - Nicotiana Tabacum # ২য়__অধ্যায় (১-৫০) ১।পানির ঘনত্ব নির্ভরশীল - তাপমাত্রা উপর। ২।ভূ-পৃষ্টের মোট পানির শতকরা মিঠাপানি - ১ ভাগ। ৩।পানির ঘনত্ব সবচেয়ে বেশি - ৪ ডিগ্রী সে:। ৪।বিশুদ্ধ পানির ধর্ম - স্বাদহীন,বর্ণহী ন,গন্ধহীন। ৫।কোন জলীয় দ্রবণ এসিডীয় হলে এর pH - ৬.৫। ৬।বিশুদ্ধ পানির pH - ৭। ৭।শুধু পানিতে জন্মায় - সিংগারা। ৮।ওষুধ তৈরিতে পানি বিশুদ্ধ করা হয় - পাতন প্রক্রিয়ায়। ৯।এসিডের পরিমান বাড়লে pH এর মান - কমে। ১০।ব্লিচিং পাউডারের সংকেত - Ca(OC1)C1। ১১।আমেরিকায় উত্তর ওহাইও অঙ্গরাজ্যের মরা হ্রদটি নাম - এরি। ১২।রামসায় চুক্তি হয় - ১৯৭১ সালে। ১৩।রামসায় কনভেনশন সংশোধন হয় - ১৯৮২ সালে। ১৪।গঙ্গা পানি বন্টন চুক্তি হয় - ১৯৭৭ সালে। ১৫।বুড়িগঙ্গা নদীর সাথে তুলনা করা হয় - এরি হ্রদের সাথে। ১৬।পানির স্ফুটনাঙ্ক - ৯৯.৯৮ ডিগ্রী সে:। ১৭।সমুদ্রের পানিকে বলে - Marine Water। ১৮।পানির অনুতে আছে - ২টি হাইড্রোজেন। ১৯।পৃথিবীর পানির মধ্যে শতকরা সমুদ্রের পানি - ৯০ ভাগ। ২০।পানির দ্রবীভূত অক্সিজেন মাত্রা ঠিক থাকে - সালোকসংশ্লেষনের মাধ্যমে। ২১।নদনদীর পানি - ক্ষারীয়। ২২।একলিটার বিশুদ্ধ পানির pH - ৭। ২৩।ত্বক ও ফুসফুসে ক্যান্সার সৃষ্টি করে - পারদ/U। ২৪।রক্ত শূন্যতা হয় - সীসার অভাবে। ২৫।রামসায় চুক্তিতে বাংলাদেশ সম্মতি জ্ঞাপন ও স্বাক্ষর করে - ১৯৭৩ সালে। ২৬।লোনা পানির ইংরেজী শব্দ - Saline Water। ২৭।নাব্যতা হ্রাসকালে ভূমিকা আছে - তেল। ২৮।pH কমলে প্রাণীদেহে হতে নিগৃত হয় - Ca। ২৯।ইলিশ মিঠা পানিতে আসে - প্রজনেন জন্য। ৩০।ইলিশ ডিম নষ্ট করে - লবণাক্ত পানিতে। ৩১।ভূ-গর্ভস্থ শতকরা লবণাক্ত পানির পরিমান - ৯৭ ভাগ। ৩২।বন্যার সময় প
0
16