মহাপতঙ্গ

0 9
Avatar for Bidhan
Written by
3 years ago

মহা পতঙ্গ বলতে গেলে সাধারণত আমরা বড়সড় পাখিদের বুঝি, কিন্তু এখানে তা বলা হচ্ছে না এখানে মহা পতঙ্গ বলতে মানুষের জন্য আবিস্কৃত উড়োজাহাজ কে বুঝিয়েছি যার দ্বারা মানুষের কল্যাণ সাধনের কথা ছিল যেমন কম সময়ে এক দেশ থেকে অন্য দেশে দরকারী জিনিস নিয়ে যাওয়া আনা বিপদে মানুষকে রক্ষা করা ইত্যাদি। আজকের দিনে তা উল্টো পথে ব্যবহার করা হচ্ছে উড়োজাহাজ দিয়ে মানুষকে রক্ষার চিন্তা বাদ দিয়ে মানুষে পাখিদের মতোই মারার ঘটনা ঘটেছে নিত্তনৈমিত্তিক ঘটনা। যা মানুষের সংকিন্ন মনোভাব এর ফল। প্রতিদিন খবরের কাগজ খুললেই বোমা হামলা, খুন, ধর্ষণ, এক দেশ আরেক দেশ এর উপর হামলা দখলদারি, ক্ষমতার লড়াই চালিয়ে যাচ্ছে। লোকজন বলে আমরা নাকি সভ্যতার সিমান্তে পৌঁছেছি, তাহলে আমার প্রশ্ন একটা রইলো এটা কোন সভ্যতা মানুষ হয়ে মানুষকে মারা? উপকারের বদলে হামলা, খুন, ধর্ষণ, লুটপাট করা? বিবেককে প্রশ্ন করুন?

1
$ 0.00

Comments