একবার সত্য এবং মিথ্যা পরস্পরের সঙ্গে দেখা করলো কিছু বিষয়ে মীমাংসার তাগিদে। হাঁটতে হাঁটতে তারা চলে গেল একটা কুয়োর পাশে। মিথ্যা বলল - দেখ, কী পরিষ্কার জল। চলো স্নান করি। বলাবাহুল্য সত্য বিশ্বাস করেনি মিথ্যার কথা। নিজে পরখ করে দেখলো। যখন দেখলো কুয়োর জল সত্যি পরিষ্কার তখন মিথ্যার প্রস্তাবে রাজী হল। দুজনে পোশাক ছেড়ে নেমে পড়লো কুয়োয়। স্নানের মাঝপথে মিথ্যা কুয়ো থেকে উঠে এসে সত্যের পোশাক পরে পালিয়ে গেল। খানিকক্ষণ অপেক্ষা করার পর মিথ্যাকে ফিরতে না দেখে সত্য উঠে এলো কুয়ো থেকে। না.. মিথ্যা তো কোথাও নেই, পোশাকও নেই! রাগে অন্ধ হয়ে সত্য বের হলো মিথ্যাকে খুঁজতে কিন্তু নগ্ন সত্যকে দেখে ছিছিক্কার করলো সভ্য মানুষেরা। এমন কী তেড়েও এলো অনেকে । সত্য অনেক চেষ্টা সত্ত্বেও তাদের বুঝাতে না পেরে রাগে দুঃখে, অপমানে ফের কুয়োয় নেমে গেল। তারপর থেকে সত্যকে আর কখনও কেউ দেখেনি। যাকে দেখেছে কিংবা দেখছে, সে সত্যের পোশাক পরা মিথ্যা।
0
8