মিন্নির ফাঁসি না হওয়া পর্যন্ত মিন্নিকে ছাত্রলীগের হেফাজতে রাখার অনুরোধ করেছেন সুশীল সমাজ!

0 10
Avatar for Bengali_sarcasm
4 years ago
Sponsors of Bengali_sarcasm
empty
empty
empty

মিন্নির ফাঁসি না হওয়া পর্যন্ত মিন্নিকে ছাত্রলীগের হেফাজতে রাখার অনুরোধ করেছেন সুশীল সমাজ!

বাংলাদেশের বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলার রায় দিয়েছে আদালত৷ রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিসহ ছয় আসামিকে ফাঁসির আদেশ দেয়া হয়েছে৷ বেকসুর খালাস পেয়েছেন চার আসামি৷

গত বছরের ২৬ জুন বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্য দিবালোকে রিফাত শরীফকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পরদিন ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও পাঁচ-ছয় জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নিহত রিফাতের বাবা আবদুল হালিম দুলাল শরীফ। ওই বছরের ১ সেপ্টেম্বর ২৪ জনকে অভিযুক্ত করে প্রাপ্ত ও অপ্রাপ্তবয়স্ক দু’ভাগে বিভক্ত করে আদালতে প্রতিবেদন দেয় পুলিশ।

এর মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ জন এবং অপ্রাপ্তবয়স্ক ১৪ জনকে আসামি করা হয়েছে। মামলার চার্জশিটভুক্ত প্রাপ্তবয়স্ক আসামি মো. মুসা এখনও পলাতক।

গত ১ জানুয়ারি রিফাত হত্যা মামলার প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে চার্জ গঠন করেন বরগুনা জেলা ও দায়রা জজ আদালত। এরপর ৮ জানুয়ারি থেকে প্রাপ্তবয়স্ক ১০ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়। মামলায় মোট ৭৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।

১৬ সেপ্টেম্বর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আসাদুজ্জামান রায়ের জন্য আজকের দিন ঠিক করেন।

রায়কে ঘিরে মঙ্গলবার রাত থেকে বরগুনার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সজাগ দৃষ্টি রেখেছে পুলিশ। জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের নিরাপত্তাচৌকি বসানো হয়েছে। এ ছাড়া র‍্যাব সদস্যদের পাশাপাশি গোয়েন্দা পুলিশও টহল দিচ্ছে বরগুনায়।

মিন্নির ফাঁসি না হওয়া পর্যন্ত মিন্নিকে ছাত্রলীগের হেফাজতে রাখার অনুরোধ করেছেন দেশের সুশীল সমাজের একাংশ।

যেভাবে আদালত থেকে আসামী পালিয়ে যাচ্ছেন তাতে তারা আর কাউকে ভরসা পাচ্ছেন না।একমাত্র ভরসার আশ্রয়স্থল ছাত্রলীগ তারা চাইলে মিন্নিকে পাহারা দিয়ে রাখতে পারে।

তাই সুষ্ঠু বিচার না হওয়া অব্দি মিন্নিকে ছাত্রলীগের হেফাজতে রাখতে অনুরোধ করেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সুশীল ফেইসবুক স্ট্যাটাস দিয়ে জানান, মিন্নির ফাসি না হওয়া পর্যন্ত মিন্নিকে ছাত্রলীগের দায়িত্ব রাখা হউক।

তিনি আশঙ্কা করে বলেন, জেলে মিন্নি নিরাপদ নয়। যে কোন সময় আক্রমনের শিকার হতে পারে। এছাড়া যে হারে আসামি গায়েব হয়ে যাচ্ছে মিন্নি ও যে কোন সময় হাওয়া হয়ে যেতে পারে।

তাই তিনি মিন্নির সম্পর্ন দায়িত্ব ছাত্রলীগকে দেয়ার অনুরোধ করেছেন তারা।

শুনুন: [প্রকাশিত কোন সংবাদের দায়ভার একাউন্টের এডমিন লেখক কিংবা পাঠক কেউ গ্রহন করবেন না। তাই এসব সঙবাদ বিশ্বাস তো দূরে থাক অবিশ্বাস করার ও প্রশ্নেই আসে না! ]

 

1
$ 0.01
$ 0.01 from @TheRandomRewarder
Sponsors of Bengali_sarcasm
empty
empty
empty
Avatar for Bengali_sarcasm
4 years ago

Comments