প্রেসিডেন্সিকে 'রিয়েলিটি শো' হিসেবে ব্যবহার করেছেন ট্রাম্প

3 15
Avatar for Badhon88
4 years ago

মার্কিন প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিকে অনেকটা 'রিয়েলিটি শোর' মতো করে ব্যবহার করেছেন ট্রাম্প। আজ বৃহস্পতিবার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোমেক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনকে সমর্থন দিতে আয়োজিত দলীয় কনভেনশনে তিনি এ কথা বলেছেন

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার উত্তরসুরি হিসেবে ডেনাল্ড ট্রাম্প যে দায়িত্ব পালন করছেন তার জন্য তিনি যথেষ্ট সমৃদ্ধ নন। কারণ এটা তার সাধ্যের বাইরে। ট্রাম্প কাজের দিকে কোনো আগ্রহই প্রদর্শন করেননি। এমনকি অভিন্ন ক্ষেত্র তৈরিতে বা খুঁজে পেতে তার কোনো চেষ্টাই ছিল না।

নিজেকে এবং তার বন্ধুদের ছাড়া বাকি কাউকে সহায়তা করতে ট্রাম্প তার চমৎকার ক্ষমতা ব্যবহারে আগ্রহী নন। আরেকটি রিয়েলিটি শো ছাড়া তিনি প্রেসিডেন্সিকে অন্যভাবে দেখার কোনো আগ্রহ দেখাননি বলে এ সময় মন্তব্য করেন বারাক ওবামা।

তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের কারণে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের ঐতিহ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো হুমকিতে পড়েছে। যা আগে কখনোই দেখা যায়নি। তার এমন কর্মকাণ্ড এক রকম অর্থহীন, মিথ্যা ও ষড়যন্ত্র তত্ত্বের সার্কাস।

সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার উত্তরসুরি হিসেবে ডেনাল্ড ট্রাম্প যে দায়িত্ব পালন করছেন তার জন্য তিনি যথেষ্ট সমৃদ্ধ নন। কারণ এটা তার সাধ্যের বাইরে। ট্রাম্প কাজের দিকে কোনো আগ্রহই প্রদর্শন করেননি। এমনকি অভিন্ন ক্ষেত্র তৈরিতে বা খুঁজে পেতে তার কোনো চেষ্টাই ছিল না।

এ সময় তিনি তার ক্ষমতার মেয়াদে ভাইস-প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী জো বাইডেনকে এবার প্রেসিডেন্ট নির্বাচিত করার জন্য ভোটারদের উৎসাহিত করে বলেন, জো বাইডেন একজন বিশ্বস্ত বন্ধু ও ভাই।

এদিকে আগামী ৩ নভেম্বরের আসন্ন নির্বাচনে ডোমেক্রেট পার্টি থেকে প্রেসিডেন্ট ও ভাইস-প্রেসিডেন্ট পদে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন জো বাইডেন ও কমলা হ্যারিস এবং রিপাবলিকান পার্টি থেকে লড়বেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ভাইস-প্রেসিডেন্ট মাইক পেন্স।সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, তার উত্তরসুরি হিসেবে ডেনাল্ড ট্রাম্প যে দায়িত্ব পালন করছেন তার জন্য তিনি যথেষ্ট সমৃদ্ধ নন। কারণ এটা তার সাধ্যের বাইরে। ট্রাম্প কাজের দিকে কোনো আগ্রহই প্রদর্শন করেননি। এমনকি অভিন্ন ক্ষেত্র তৈরিতে বা খুঁজে পেতে তার কোনো চেষ্টাই ছিল না।

5
$ 0.00
Avatar for Badhon88
4 years ago

Comments

gd information

$ 0.00
4 years ago

Hmmm

$ 0.00
4 years ago