১৫ আগস্ট সন্ধ্যায় হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান মহেন্দ্র সিং ধোনি। ইনস্টাগ্রামে বিষয়টি নিশ্চিত করেন সাবেক ভারতীয় অধিনায়ক। তার বিদায় নিয়ে পুরোপুরি অপ্রস্তুত ছিল বোর্ড ফর ক্রিকেট কন্ট্রোল অফ ইন্ডিয়া (বিসিসিআই)। তাই আইপিএলের ১৩তম আসরের পর মাহির জন্য একটি বিদায়ী ম্যাচ আয়োজন করতে চায় বোর্ড। এজন্য ধোনির সাথে আলাপ করা হবে বলেও জানান বিসিসিআইয়ের এক কর্মকর্তা।
তবে পাকিস্তানের সাবেক স্পিডস্টার শোয়েব আখতার মনে করেন, অবসর ভেঙে ফিরতে পারেন ধোনি। এমনকি খেলতে পারেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ। একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে শোয়েব বলেন, ‘আমার মনে হয় ধোনি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারে। ভারত যেভাবে তাদের তারকাদের পেছনে থাকে, যেভাবে তাঁদের ভালোবাসে ও স্বীকৃতি দেয় তাতে মনে হয় তারা ধোনিকে টি-টোয়েন্টিতে ফেরাতে চাইতে পারে। তবে শেষ পর্যন্ত ফেরা না ফেরা পুরোপুরি মাহির উপর নির্ভর করছে।’
শোয়েব বিশ্বাস করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন দিয়ে অনুরোধ করলে অবসর ভেঙে ফিরবেন ধোনি, ‘তাঁর ক্রিকেট ক্যারিয়ার তো শেষ হয়ে যায়নি। সে তো কমপক্ষে আরও দুবছর আইপিএল খেলবে। এমনও তো হতে পারে প্রধানমন্ত্রী ফোন দিয়ে তাকে অনুরোধ করলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।’
ধোনির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ, বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফি এবং দুটি এশিয়া কাপের শিরোপা জেতে ভারত। তাই শোয়েব বলছেন, মাহির আর পাওয়ার কিছুই নেই। ‘ধোনি সবকিছুই জিতেছে। রাঁচি থেকে এসে একটা ছেলে পুরো ভারত কাঁপিয়ে দিয়েছে, আর কী দরকার আছে। পুরো বিশ্ব তোমাকে এমনিতেই মনে রাখবে। আর ভারতের মতো জাতি তো তোমাকে কখনোই ভুলবে না।’
gd information