মাদার তেরেসার জীবন কাহিনী

3 13
Avatar for Ayesha_Siddika
3 years ago

মাদার তেরেসা ২৬ শে আগষ্ট ১৯১০ সালে গ্রীষ্মের শেষ দিকে মেসোডোনিয়ার স্কোপজি নামক শহরে ধনী ক্যাথলিক ব্যবসায়ী পরিবারের জন্ম নেন। তিনি শিশুদের মধ্যে সর্বকনিষ্ঠ ও নাম ছিলো এ্যাগনেস গোংশা বোজাক্রন্থ।

১২ বছর বয়সেই তিনি খ্রীষ্টের ভালোবাসা ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা করেন। সিদ্ধান্ত নেন মিশনারি হওয়ার। ১৮ বছর বয়সে পিতৃ নিবাস ত্যাগ করেন এবং দ্য সিসটার অব লরেটো নামক সন্ন্যাসদের আইরিশ কমিউনিটিতে যোগ দেন তার লক্ষ্য ছিলো ভারত।

তিনি ডাবলিনের দ্য ব্লেস্ ড ভারজিন ম্যারি নামক প্রতিষ্ঠানে প্রশিক্ষণের পর ভারতে আসেন। ১৯৩১ সালের ২৪ শে মে সন্ন্যাসী হিসাবে প্রাথমিক শপথ নেন। ১৯৩১-১৯৪৮ সাল পর্যন্ত কলকাতার সেন্ট মেরী 'স হাই স্কুলে শিক্ষা দেন মাদার তেরেসা ।

মাদার তেরেসা কলকাতা রাস্তাঘাটে পড়ে থাকা মৃত ও অসুস্থ , দুস্থ অসহায় মানুষকে দেখে বিচলিত হয়ে পড়েন। তাদের জন্য একটি বাড়ি তৈরি করেন যার নাম দেন"নির্মল হৃদয় " অর্থ বিশুদ্ধ হৃদয়। তিনি অসুস্থ মানুষদের বাড়িতে নিয়ে আসতেন এবং স্নেহ ভালোবাসা, যত্নে সুস্ত করতেন পরবর্তীতে তাদের জন্য কাজের ব্যবস্থা করে দিতেন ।

মাদার তেরেসার কাজ সারা বিশ্বব্যাপী স্বীকৃত হলে তিনি বিভিন্ন পুরষ্কার পান যেমন- পোপ জন শান্তি পুরষ্কার (১৯৭১), দ্য নেহেরু প্রাইজ ফর প্রমোশন অন ইন্টারন্যাশনাল পিস এন্ড আন্ডারস্ট্যান্ডিং (১৯৭২),দ্য বলজান প্রাইজ (১৯৭৮),দ্য নোবেল পিস প্রাইজ (১৯৭৯)এবং দ্য ভারত রত্ন (১৯৮০)।

মাদার তেরেসা সাদা ও নীল পাড়ের শাড়ি পরতেন। মাদার তেরেসা ১৯৯৭ সালের ৫সেপ্টেম্বর ৮৭ বছর বয়সে মারা যান।মাদার তেরেসা অমর হয়ে আছেন প্রতিটি মানুষের হৃদয়ে।

5
$ 0.01
$ 0.01 from @Shorifulislam920

Comments

Great writing

$ 0.00
3 years ago

Nice article

$ 0.00
3 years ago