ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই
ভালোবাসতেও চাই আমি তোমাকে,
বুঝলে না তুমি ভালোবাসার দরদ;
যাতনাই দিলে শুধু আমাকে।
তুমি সুখ সুখ করে কাঁদিয়া বেড়ালে
সুখ নাহি তোমার মিলে,
সুখের পিছু পিছু ছুটলে অঝোরে
সুখ আছে তোমার দিলে।
চাহিদাই তোমাকে দরিদ্র করে দিলো
অভাব আনলে ডেকে নীড়ে,
সুখের বস্তা তোমার টেনে ছিড়ে দিলো
সুখ নাহি পেলে ফিরে।
এতো ছোটাছুটি আর এতো ঘটা ঘটি
এতোটাই দিলে শ্রম,
সবই গেছে যেন বিফল সমুদ্রের জলে
সুখের নাই তো ক্রম।
চিনো কি তুমি সুখের রূপ ছবি
সুখ থাকে কোন নীড়ে?
সুখ আছে তোমার ছায়ার মত করে
আছে তোমাকে ঘিরে।
চাহিদাকে ভুলে অভাবের মোড়ক খুলে
নিবিড় নজরে দেখো চেয়ে,
অল্প কিছুতে যখন তুষ্ট হয়ে যাবে
তখনই সুখ যাবে পেয়ে।
সুখ হলো সবার হৃদয়ের গহ্বর
যেন চাহিদার ওঠানামা,
বেশি চাহিদায় সবার সুখ কেড়ে নেয়
অসুখে ভরে যায় লামা।
হতাশা, নিরাশা, বিষন্নতা যার আছে
সুখ নাহি তার কাছে,
সব কিছু ছেড়ে ঘাপটি মেরে থাকলে
সুখ আসবে বিশ্বাসে।
It was very beautiful, I felt better after reading the article