Traffic Problem In Dhaka

0 31
Avatar for Athai
Written by
3 years ago

যানজটের কারনে যে সমস্যা সৃষ্টি হয় তার বিবরন...

১. রাজধানীতে যানজটের কারণে বার্ষিক ক্ষতি হয় প্রায় ২০,০০০ কোটি টাকা।

২. এই ক্ষতি জাতীয় বাজেটের প্রায় দুই-তৃতীয়াংশ।

৩. যানজট দেড় কোটি নগরবাসীর দৈনিক কর্মঘন্টা থেকে ৮০ লাখ ঘন্টৃা নষ্ট করছে।

৪. এটি এখন একটি জাতীয় সমস্যায় পরিণত হয়েছে।

৫. ২০৩০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা ২ কোটি ছাড়িয়ে যাবে।

৬. এ বিষয়টি মাথায় রেখে সরকারকে ট্রাফিক ব্যবস্থা তুলতে হবে।

৭. সরকার ইতোমধ্যে ৩২ কিলোমিটার এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ভূহর্ভস্থ রেললাইন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে।

৮. রাজধানীর পাঁচটি সংযোগেস্থলে ফ্লাইওভার নির্মাণের কাজও প্রক্রিয়াধীন।

৯. যানজট নিরসনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের মধ্যে সমন্বয় আবশ্যক।

১০. গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন ও প্রশাসনিক বিকেন্দ্রীকরণের বিষয় মাথায় রাখা প্রয়োজন।

Translation:

1. Around Taka Twenty Thousand Crore loss is incurred due to traffic jam in the capital.

2. This loss is two third of our national budget.

3. Traffic jam is killing eighty lacs hours from the daily working hours of one and half crore city dwellers.

4. It has turned into a national problem.

5. By 2030 population of Dhaka city will cross over two crore.

6. Traffic system has to be built considering this issue.

7. In the mean time Government has decided to build thirty two kilometer elevated express-way and the sub-way.

8. Construction of fly-over in five intersections of the capital is underway.

9. Reconciliation among Home Ministry, Communication Ministry and City Corporation is mandatory to overcome traffic jam.

10. Development of public transportation system and decentralization of administration should be kept in mind.

0
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Athai
empty
empty
empty
Avatar for Athai
Written by
3 years ago

Comments