পারিবনা কথাটি বলিও না আর একবার না পারিলে দেখ শত বার

1 13
Avatar for Athai
Written by
3 years ago

শত চেস্টা করে যারা আজ জীবনে সফল আমি আজ তাদের কথাই বলব।তারা জীবনে আজ কত কস্টের বিনিময়ে তাদের সফলতা অর্জণ করেছে আমি আজ তাদের কথাই বলব। তাহলে শুরু করা যাক ....

গল্পটা একজন চীনা বালকের। চীনারা ইংরেজিতে ভীষণ কাঁচা। তো এই চীনা বালক আমেরিকার কোন এক মাল্টিন্যাশনাল কোম্পানিতে পরীক্ষা দিতে গিয়ে চরম ভাবে ফেইল করে সে। তার ইংরেজি দক্ষতা নিয়ে রীতিমত হাসাহাসি পারে যায়। বেচারা মনে খুব দুঃখ পেলো সেইদিন। কিন্তু জেদও চেপে বসলো। পরবর্তীকালে এই ছেলেটা হয়েছিল ইংরেজির শিক্ষক। শুধু চীনেই তার ছাত্র রয়েছে ১০ কোটির উপরে।

...

ডেল কার্নেগীকে বলা হয় সর্বকালের সেরা বক্তা সেটা আমরা সবাই জানি । তার কাহিনীটা জানা আছে কারো? শুনন তাহলে... জীবনে প্রথমবারের মতো ডেল কার্নেগী যখন মঞ্চে উঠে সবার সামনে ভাষণ দিতে শুরু করলেন তখন অডিয়েন্স তার দিকে ডিম ছুড়ে মেরেছিল। সেদিন ২ মিনিটের বেশি মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেন নি। ব্যাপারটা কার্নেগী মেনে নিতে পারেন নি। এরপর থেকে তিনি ভাষণ দেয়ার অনুশীলন শুরু করলেন। যেখানে সেখানে গিয়ে ভাষণ দিতেন। রাতের বেলা নির্জন ল্যাম্প পোস্টের সামনে দাঁড়িয়ে ভাষণ দিতেন। ফাঁকা হল রুমে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা একা একা কথা বলে যেতেন। তার পরের গল্পে ডেল কার্নেগীকে আমরা সবাই চিনি।

...

জর্জ বার্নার্ড শ কে সর্বকালের সেরা নোবেল রাইটার বলা হয়। তিনি নিয়মিত ২০ পৃষ্ঠা করে লিখতেন। কোন দিন লিখা বাদ পড়লে পরের দিন পুষিয়ে নিতেন ৪০ পৃষ্ঠা লিখে রাখতেন। তার চেষ্টার ফলে তিনি সর্বকালের সেরা নোবেল রাইটার হতে পেরেছেন।

...

একবার টমাস আলভা এডিসন কে জিজ্ঞেস করা হয়েছিল, বৈদ্যুতিক বাতি আবিস্কার করতে তিনি কি পরিমান চেষ্টা করেছিলেন? এডিসন বলেছিলেন, আমি প্রায় হাজার তিনেক বার চেষ্টার পর বাতির জন্য একটা উপযুক্ত ফিলামেন্ট তৈরি করতে সক্ষম হয়েছিলাম।

...

এক বালকের খুব ইচ্ছা হয়েছিল সে বুয়েটে পড়বে। কিন্তু সে অংকেই কাঁচা। খুব কম বোঝে অংক। স্যার কে গিয়ে নিজের স্বপ্নের কথা বলল। স্যার বললেন, অংকে যারা ভালো না, তাদের জন্য বুয়েট না। শুরু হয়ে গেলো ঝড়। ছেলেটা সারাদিন অংক নিয়ে পড়ে থাকত। অংক প্রথমে বুঝার চেষ্টা করত। না বুঝলে, দেখে দেখে খাতায় লিখতে রাখত। ভুলেও মুখস্ত করে না। বার বার বুঝার চেষ্টা করত। এই চেষ্টা করতে করতেই ছেলে বুয়েটে চান্স পেয়ে যায় একদিন।

...

আমি দুঃখিত। যারা বলেন এটা সম্ভব না, ওটা সম্ভব না, তাদের সাথে একমত হতে পারি না। অসম্ভব হচ্ছে সেটাই যেটাকে আপনি 'অসম্ভব' করে রেখেছেন।

দুর্বলতা ঈশ্বর প্রদত্ত। কিন্তু দুর্বলতাকে অতিক্রম করার ক্ষমতা প্রতিটা মানুষেরই আছে। পৃথিবীর ৭০০ কোটি মানুষের মাঝেই ঈশ্বর সফল হওয়ার জন্য ৭০০ কোটি আইটেম রেখে দিয়েছেন। শুধু খুঁজে বের করার অপেক্ষা।

এবার একটা কথা বলি,কেন ১০০ জনের মধ্যে ১ জন সাকসেসফুল হয়,সাক্সেস্ফুল মানুষরা ফেসবুকের মোটিভেশনাল পোস্ট গুলো পড়ে না,তারা হুদাই সোলাইমান সুখন বা আয়মান সাদিকের একটা বানী শুনে মোটিভেটেড হয়ে যায় না।তারা এত বোকা না যে একজনের সুন্দর করে বলা একটা কথায় সম্পূর্ণ জীবন পরিবর্তন করে ফেলবে।

বুদ্ধিমানরা একটা কথা শুনে হুট করে সিদ্ধান্ত নেয় না,কারণ তারা জানে ,এই মোটিভেশন বানায় উচু শেণির লোকেরা,এবং তারা কখনোই চায় না তাদের লেভেলে কেউ উঠে আসুক।আমরা আপামর জনগণ নব্য তারুণ্যের শক্তিতে তাদের ফাদে পা দেই।

জীবন পরিবর্তন করা এত সহজ নয়।তাই সবাই বিল গেটস,জুকারবার্গ হতে পারে না।বিল গেটস কয়টা মোটিভেশনাল সেমিনারে গিয়েছেন বলতে পারবেন?

বাস্তব জীবনে জয়ী হতে হলে সংশয়বাদী হন,এই পোস্টের কথাও ১০০ পারসেন্ট বিশ্বাস করবেন না,ক্ষুরধার বুদ্ধি তৈরী করুন,পা ফেলার আগে দশবার চিন্তা করুন,সব পসিবল সিনারিও ক্যালকুলেট করে এরপর মুভ দেন।বোকার মত পন স্যাক্রিফাইস করার মত কোন মানে হয় না।

1
$ 0.04
$ 0.04 from @TheRandomRewarder
Sponsors of Athai
empty
empty
empty
Avatar for Athai
Written by
3 years ago

Comments

Dekho sotbar

$ 0.00
3 years ago