0
34
নিঝুম রাত
অনেকটা মায়া মানেই
এই নয় যে, মিথ্যেগুলো
সত্য হয়ে গেছে।
ছন্দেসুরে হাসছি মানেই
এ কথা ভেবোনা, চোখের
জল সব ফুরিয়েছে।
এ হাসি সত্য নয়,
এ মায়া মিছেমায়া,
এ ঘর তাসেরঘর,
ঘোরের প্রলাপে গড়া।
তবু কিছু ধুলিখেলা
খুব অবেলায় ধুলোঝড়
তোলে বুকেতে সাইমুম।
কান্নাগুলোও তাই একা কাঁদে
বসে, যখন চরাচর ঘুমে নিঝুম।