জননী

2 31
Avatar for Athai
Written by
4 years ago

এই কাদা-মাটি-জল, নদী ছলছল,

ক্রন্দসী বাংলা আমার,

ঘাসফুল-মাঠ , সবুজ নিপাট

রূপসী জননী আমার।

ফুলে পল্লবে তরু ছায়াতলে

রাখালী বাঁশীর সুর,

গানে-গুঞ্জনে বাউলের মনে

একতারা সুমধুর।

পূবে-পশ্চিমে গোধুলীর প্রেমে

সোনালী আলোকচ্ছটা,

নদী-নির্ঝরে কবির অন্তরে

খেলে যায় জোয়ার-ভাটা।

বাংলা আমার, জননী আমার,

স্তন্যদায়িনী মাতা,

কবিয়ালী গানে ভাটিয়ালী টানে

বলি বাংলার কথা।

2
$ 0.02
$ 0.02 from @TheRandomRewarder
Sponsors of Athai
empty
empty
empty
Avatar for Athai
Written by
4 years ago

Comments

মায়ের মতো কেউ হয়না একমত, আমার পোষ্ট দেখে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন ।

$ 0.00
4 years ago

Thank you

$ 0.00
4 years ago