আমাদের ভুল

0 43
Avatar for Athai
Written by
3 years ago

আপনার ১৮-২৩ বছর বয়সে যে ভূলগুলি করা উচিৎ নয়?

১.প্রেমের জ্বালে ফেঁসো না!💔

২.শারীরিক সঙ্গম আনন্দের❤

আর আনন্দ ক্ষণস্থায়ী😘

৩.সাময়িক আনন্দের উদ্দেশ্যে কারও জীবন ধ্বংস করোনা।🙁

৪.শুধু এজন্যই সম্পর্কে যেও না, কেননা তোমার বন্ধুরাও সম্পর্কে আছে!☺

৫.বাস্তববাদী হও😘

৬.একতরফা প্রেম একটা ফাঁদ!💔

৭.ক্যারিয়ার প্রাধান্য দাও☺

৮.সবকিছুতে ভারসাম্য রাখো!🙁

৯.সব উক্তিতে অন্ধবিশ্বাস কর না।😢

১০.সকল মানুষ বিশ্বাসযোগ্য নয়!🤔

১১.কারোও প্রতিই অন্ধবিশ্বাস রেখোনা🙂

১২রাগের মাথায় সিদ্ধান্ত নিও না😡

১৩.সুখের উল্লাসে প্রতিশ্রুতি দিও না😢

১৪.আবেগ নিয়ন্ত্রণ করতে শেখ😢

১৫.জোর করে কাউকে ধরে রেখো না😇

১৬.জোর করা প্রেম/বন্ধুত্ব বেকার

খাঁটি বন্ধুত্ব আর নেই (বুদ্ধি দিয়ে মানুষ যাচাই করো)

১৭.তার সাথেই থাকো, যে তোমার পিছনে আছে!

শুধু টাকার পিছনেই ছুটো না😎

১৮.বাইরে থেকে দেখেই কাউকে পরখ করো না।

তারিফ করতে শেখ❤

১৯নেগেটিভিটি থেকে দূরে থাকো (স্বজনপ্রীতি!)❤

২০.পিতা-মাতাকে শ্রদ্ধা কর।😍

২১.লক্ষ্যকে অনুসরণ কর।☺

২২.প্রতিদিন শরীরচর্চা কর।🙂

২৩.কেউ এড়িয়ে চলেছে? তাকে কখনোই আর বিরক্ত করোনা।🙂

২৪.দূরে সরেছে? দূরে যেতে দাও

ইগনোর করেছে? আজীবনের জন্য যোগাযোগ বন্ধ করো

কান্না করতে চাও? মন খুলে কান্না কর।😇😢

২৫.আত্মবিশ্বাসকে পরখ করো না, যদি তুমিই সত্য হও।

খোলা মনের হতে শেখো🙁

২৬.পিছু ছুটো স্বপ্নের, মেয়েদের নয় ( মেয়ে হারিয়ে যাবেনা, সময় হারাবে)🙂

২৭.জ্ঞান শেয়ার করো, তবে ফ্রি নয় (ফ্রি জ্ঞানের কদর নাই)☺

২৮.কথা কম বলো,শুনতে শেখো এবং তৎপর হও!

অন্যের কাজে নাক গলিও না!🙂

২৯.শখের কিছু দক্ষতা অর্জন কর🙂

৩০.সে তোমাকে ইন্সটাগ্রামের ছবি দেখিয়ে আকৃষ্ট করতে চাইবে, তবে ছবি দেখতে তুমি বেছে নাও তার আইডি কার্ড 🙂

৩১.শেখ

জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যবহারিক হও☺

৩২.ইংরেজীর পাশাপাশি একাধিক ভাষা শেখ।❤

৩৩.টিকটক শুধুই সময় খরচের মাধ্যম❤

৩৪.পরিশ্রমে বিশ্বাসী হও, ভাগ্যে নয়!❤

৩৫.ভাগ্য ০.০০০০০১ % মাত্র☺

৩৬.ব্রেইনের খাদ্য হিসেবে বই বেছে নাও।😘

৩৭.জ্ঞানই সর্বাপেক্ষা উত্তম অস্ত্র!😍

৩৮.নামাজই সর্বাপেক্ষা উত্তম পরিশ্রম।❤

৩৯.পড়া-লেখা সর্বোৎকৃষ্ট অভ্যাস, যেটা রপ্ত করতে পারো!🙂

2
$ 0.00
Sponsors of Athai
empty
empty
empty
Avatar for Athai
Written by
3 years ago

Comments