লুকায়িত কথা, কিন্তু গুরুত্বপূর্ণ।

8 17
Avatar for Ateya-Narsin.01
4 years ago

কোনো মানুষই সব কিছু অর্জন করে পৃথিবীতে আসে না। বরং পৃথিবীতে আসার পর তার পারিপার্শ্বিক অবস্থা থেকে সে শিক্ষা অর্জন করে।

একটা মেয়ে তার বাবা-মা এর থেকে শুধু একটু ভালো ব্যবহার আর একটু সময় চাইতো। হয়তো মেয়েটার দোষ এটাই। মেয়েটা মন মরা হয়ে সারাদিন বসে থাকতো। তার প্রতি কারো কোনো নজর ছিলো না। মেয়েটা ছিলো কিছুটা অবহেলিত আবার কিছুটা রাগী আর অভিমানী সভাবের। অনেক কিছু গোপন রাখে মেয়েটা। তবে গোপন রাখতো নিজের অসুস্থতা, কষ্ট লাগা, অবহেলা থেকে পুষে রাখা ভারাক্রান্ত মন।

গুরুত্বপূর্ণ/ শিক্ষাঃ

এভাবে মানুষ মানষিক ও শারীরিক ভাবে অসুস্থ হয়ে পরে। দিনে দিনে তার নিজের প্রতি মায়া কমে যায়। ডিপ্রেশনে ভোগে, আর একটা পর্যায়ে আত্মহত্যার পথ বেছে নেয়।

মুক্তির উপায়ঃ

সন্তানদের সাথে বন্ধুর মতো আচরণ করা। তাদেরকে ঠিক মতো সময় দেওয়া। পৃথিবীর ভালোমন্দ সম্পর্কে ধারণা দেওয়া। বাহিরে একা চলতে শিখানো।

আমার এই নোট থেকে নতুন কিছু শিখলে জানাবেন। আর আমাকেও নতুন কিছু শিখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ........

9
$ 0.00

Comments

Fine

$ 0.00
4 years ago