ইসলামের কিছু অজানা তথ্য। দলিল সহ।

1 4
Avatar for Asif77
Written by
3 years ago

আল্লাহ তায়ালা একমাত্র মোননীয় ধর্ম।

ইসলাম ধর্মে ঈমান আনার পর, প্রতিটি মুসলমানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলোঃ

ফরজ আমল নামাজ আদায় করা।

প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে এটি ধনী-গরিব সবার ওপর ফরজ।👍👍

ইচ্ছাকৃত ভাবে নামাজ ছেড়ে দেয়া শিরকের পরে সবচেয়ে বড় গোনাহ। যা কেউ করবেন না।

এমনকি এটি মানুষ হত্যা, অন্যের সম্পদ লুণ্ঠন, ব্যভিচার, চুরি ও মদপানের চেয়েও মারাত্মক গোনাহ।

যার শাস্তি দুনিয়া ও আখেরাত উভয় স্থানেই ভোগ করতে হবে।

(কিতাবুস সালাত, ইবনে কায়য়ুম, পৃ. ১৬)।

মহানবী (সা.) এরশাদ করেন, ‘কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়,

আল্লাহ পাক তার হতে তাঁর জিম্মাদায়িত্ব উঠিয়ে নেন’।

(বুখারি-১৮, ইবনে মাজাহ-৪০৩৪, মুসনাদে আহমদ-২৭৩৬৪)।


অর্থাৎ যে নামাজ ছেড়ে দিলো সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করল।

##আসিফ।

4
$ 0.00

Comments

Armin

$ 0.00
3 years ago