কারও জীবনে আশার আলো হয়ে প্রবেশ করার আগে অবশ্যই বাপ,মা,দাদাসহ চৌদ্দ গোষ্ঠীর অনুমতি নিয়ে আসা উচিত. . .
ভালোবাসার আগে এত্ত আবেগ অথচ ভালোবাসা পূর্নতা দেয়ার সময় এত বিবেকের খেলা ক্যান রে ভাই!!!
তখন কি সব আবেগ পরিবারের কাছে বেইচ্চা দিয়ে বিবেক কিনে!!!
প্রেম করার আগে মনে থাকে না ক্যান পরিবার মানবে কিনা!,,,তখন এত্ত ওভার কনফিডেন্স কোথা থেকে আসে!!
কি সুন্দর করে বলে,,তুৃমি একদম ভেবোনা,,আমার পরিবার আমি সামলাবো যেভাবে পারি,তারা আমার ইচ্ছার বিরুদ্ধে যাবেই না!!. ..ইত্যাদি ব্লা ব্লা.. .
অথচ ছেড়ে যাওয়ার সময় এত সুন্দর করে কিভাবে বলে 'আমি আমার পরিবারের বিরুদ্ধে যেতে পারব ন আকার না'
আসলেই কি পরিবার মানে না নকি সব বাহানা!!
কি দরকার একজনের জীবনে এসে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তার জীবনটাকে তছনছ করার!
কি লাভ এতে! পৈশাচিক আনন্দ পাওয়া যায়..!!
তাইতোহ!!
টাইম পাস করার তো অনেক ওয়ে থাকে তবে কেন অন্যের লাইফ হ্যামপার করে সময় পার করতে হবে!
যত যাই হোক না কেন! বিশ্বাস কর আর নাই কর,, 'রিভেঞ্জ অফ ন্যাচার'বলতে একটা কিছু আছে
অভিশাপ কেউ কাউকে দিতে হয় না! দীর্ঘশ্বাসের প্রতিশোধ প্রকৃতি একদিন না একদিন সুদে-আসলে ফেরত দেয়,দেয়ই দেয়
0
26