0
26
বাইরে প্রখর রোদ,হঠাৎ আকাশে দেখা মিললো কালো মেঘের। মেঘের গর্জন শোনা যাচ্ছে অহরহ। শুরু হলো বৃষ্টি। কিন্তু রোদ এখনোও কমেনি। রোদের মধ্যেই চলতে থাকে অঝরে বৃষ্টি।
এ ঘটনা বিরল, আবার মজাদার ও বটে।
আমার দাদু বলতো “রোদ হচ্ছে বৃষ্টি হচ্ছে খেক শেয়ালের বিয়ে হচ্ছে”। আজ দাদু নেই। তবে আছে দাদুর স্মৃতিগুলো৷ মনে পড়ে দাদুর বলা কথাগুলো।
যতবারই এমন রোদ বৃষ্টি একসাথে দেখি, প্রতিবারই যেন দাদুর কথা মনে পড়ে যায়।