এই লকডাউনে যাদের অবসর সময় অনেক , কিন্তু করার মত কিছু নেই অথবা যারা বোরিং লাইফ কাটাচ্ছেন তাদের জন্য আমার আজকের এই পোস্ট । আপনি চাইলে বাগানের কাজ শুরু করতে পারবেন । দেখবেন একবার শুরু করলে আপনার সকল হতাশা , সকল বোরিংনেস কমে গিয়েছে ।
যাদের বাগান তৈরির মত উঠোন নেই , তারা চাইলে ছাদে অথবা বারান্দার টবে গাছ লাগাতে পারেন । আমি নিজেও আমার বারান্দায় গাছ লাগিয়েছি ।
তাই গাছ লাগানোর জন্য শুধু প্রয়োজন ইচ্ছার । যখন দেখবেন আপনার গাছে ফুল ফুটেছে , নিজের গাছের লেবু-পেয়ারা-মরিচ নিজে খাচ্ছেন , তখন এক অন্যরকম আনন্দ অনুভব করবেন , যেটা আমিও করেছি ।
যারা জানেন না যে কিভাবে শুরু করবেন , তাদের জন্য বলছি - আমি এখন থেকে নিয়মিত বাগান তৈরির বিভিন্ন পোস্ট দিবো যেগুলো সবারই কাজে লাগবে । মাটি তৈরি থেকে শুরু করে বিভিন্ন সমস্যার সমাধান সকল কিছু দেয়ার চেষ্টা করব । তাই যারা একবার হলেও বাগান বানানোর কথা ভেবেছেন বা ভাবছেন তারা দেরি না করে আজই শুরু করে দিন ।
আর আপনার বাগানের যেকোনো প্রয়োজনে সহায়তার জন্য কমেন্ট করুন , আমি সাথে সাথেই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ।
একদম মনের মতো কথা বলছেন এই লকডাউন এ রুমে থাকতে থাকতে একঘেয়েমি ধরছে কোন কিছুতে মন বসে না। আপনার পোস্টে উপক্রিত হইলাম... আশা করি আপনার লেখা অনুসরন করে ভালো সময় কাটাতে পারব। ধন্যবাদ☺বাগান করার সহজ উপায় দেয়ার জন্য অনেক ধন্যবাদ😋 subscribe করে পাশে থাকুন।