বাগান - পর্ব ১ ( টবের মাটি তৈরি)

2 37
Avatar for Arpan02
4 years ago

এখানে ৮ ইঞ্চি দুটি টবের জন্য যে উপাদান লাগবে তা দেখানো হলো। এটি সব ফুল ও ফল গাছের জন্য ব্যাবহার করতে পারবেন ( ক্যাকটাস এলোভেরা বাদে)।

প্রথমে মাটি গুড়ো করে ছেকে নিবেন। হার্ডওয়্যারের দোকানে গিয়ে বালি ছাকার ছাকনি বললেই দিবে । মাটি গুড়ো না করলে শিকড় ঠিকমত বৃদ্ধি পাবে না ।

উপাদানঃ ৫০০ গ্রাম গোবর সার , ২ টেবিল চামচ সুপার ফসফেট (এটির কারণে গাছের শিকড় সুন্দর মত বৃদ্ধি পাবে এবং উৎকৃষ্ট মানের ফুল ফল পাবেন ), সাদা বালি (মাটির ড্রেইনেজ সিস্টেম ভালো থাকবে , অতিরিক্ত পানি বেড়িয়ে যাবে),৪ চামচ হাড়ের গুড়ো , ৪ চামচ নিমখইল , দুই চামচ শিংকুচি বা হর্ণডাস্ট , ৪ চামচ সরিষার খইলের গুড়া,এক চামচ খড়িমাটি (ক্যালসিয়ামের জন্য), ৫০০ গ্রাম ভার্মি কম্পোস্ট , ৪ চামচ কাঠের ছাই এবং এর সাথে বাকি পরিমাণ(২ টবের জন্য) দোআশ মাটি মিশিয়ে মাটি প্রস্তুত করতে হবে ।

এরপর টবের ছিদ্রগুলো ভাঙ্গা ইটের টুকরো দিয়ে বন্ধ করে এর উপর ১ ইঞ্চি লেয়ারের লাল বালি দিব । এতে পানি জমে থাকবে না । টবে অবশ্যই ছিদ্র থাকতে হবে । টবে মাটি ভরার সময় উপরের দিকে ১ ইঞ্চি পরিমান জায়গা রাখব যাতে ঠিকমত পানি দেয়া যায় ।

পরবর্তী বাগানের পোস্টগুলো পেতে সাবস্ক্রাইব করুন এবং বাগানের যেকোনো সমস্যার জন্য কমেন্ট করুন ।

3
$ 0.00

Comments

Plz subscribe me dear... I have already done ☺

$ 0.00
4 years ago

bah

$ 0.00
4 years ago