#মিশরের_সংক্ষিপ্ত_ইতিহাস
মিশর,নীল নদের নিম্নভূমি অঞ্চলে গরে ওঠা এক প্রাচীন সভ্যতা।মিশরের বা ইজিপ্ট ছিল দুইটি ভাগ উচ্চ মিশে ও নিম্ন মিশর। খ্রিস্টপূর্ব ৩১৫০ অব্দে নাগাদ প্রথম ফারাও মেনেস এর অধিনে উচ্চ এবং নিম্ন মিশরের রাজনৈতিক একীকরনের মাধ্যমে এই সভ্যতা এক সুসংহত রুপ লাভ করে। প্রাচীনকাল থেকে চলে আসা এ সভ্যতা যুগ যুগ ধরে আমাদের একের পর এক বিস্ময় উপহার দিয়ে চলেছে।প্রাচীন মিশরের রাজাদের ফারাও বলা হয়। ফারাও অর্থ রাজার বাড়ি, খ্রিস্টপূর্ব ১৪৫০ অব্দে এই সব্দটি দিয়ে রাজাদের বোঝানো হতো। যদিও আমরা ফেরাউন নামেই চিনি কিন্তু খৃস্টপূর্ব ৩০অব্দের আগে রোমানদের মিশর বিজয়ের আগ পর্যন্ত প্রাচিন মিশরীয় রাজাদেত ফারাও নামে ডাকা হতো।ফারাওদের ছিলো আসীম ক্ষমতা,অফুরন্ত বিত্ত,অবিশ্বাস্য পদমর্যাদা এবং সেই সাথে তারা ছিল সীমাহীন লোভ,লালসা,কামনা, আত্ন-অহংকার।তারা নিজেদের সূর্যের বংশধর মনে করতো এবং নিজেদের দেবতা মনে করতো তাই তারা বাইরের বংশের সাথে কারো সাথে বিয়ে করতো না,ভাইবোনদের সাথে বিয়ে করতো। মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে ফরাওদের বিভিন্ন ধরনের ভাবনা ছিলো যেমন তারা মনে করতো মৃত্যুর পর তাদের আত্মা দেবতা হরুসের সাথে মিলে যাবে,আবার মৃত্যুর পর দেবতা ওসিরিসের রাজ্য যেগে উঠবে এবং সেখানেও ফারাও রাজারা শ্বাসন করবে বলে ও বিশ্বাস করতো। তাই তাদের মৃত্যুর পর পিরামিড বানিয়ে তার নিচে সমাধিকক্ষে এদের দৈনন্দিন জীবনের ভোগ-বাসনার সমস্ত সরঞ্জাম রক্ষিত করত। মৃতদেহ যেনো পচন না ঘটে তার জন্য তারা ফারাও রাজা ও রাজপরিবারের অন্যান্য সদস্যদের দেহকে মমি বানিয়ে রাখত এবং স্বর্ণালঙ্কারে মুড়ে সমাধিকক্ষের শবাধারে রাখা হত। সিংহাসনে বসার পর থেকেই ফারাও তাঁদের কবর তৈরির কাজ শুরু করে দিতেন। প্রথম দিকের ফারাওদের কবর ছিল মাসতাবা কবর।
তারপর পিরামিড বানিয়ে মৃতদেহ রাখা হত
Amar ei type er story porte oneek valo lage apu please tmi ei typer aro story Diba onek khushi hobo..thanks