রিমঝিম এই বৃষ্টিতে,
বিষন্ন এক ভায়োলিন বাজে;
আমার হৃদয় মন্দিরে
কেমন তার সুর!!
অচেনা এক সুর
যেই সুর রক্তাক্ত করে,
অবহেলিত প্রেমিকের মন
যেই সুর বিমোহিত করে,
নব্য যুবতীর হৃদয়
যেই সুর ছুয়ে যায়,
রাতজাগা কোনো ব্যার্থ মানবকে
এই সুরে মিশে আছে,
কত নির্ঘুম রাতের ক্রন্দন
এই সুরে মিশে আছে,
কতো বলা;না বলা স্মৃতি
এই সুরে মিশে আছে,
কতো মন খারাপের গান
তবু কেন,
হাজারো মনের,
বিরহ আবেগ অনুভূতি,
এই সুরে প্রতিফলিত হয়?
তবুও কেন,
ঘরের কোণে চুলপাকা বৃদ্ধ,
এই সুরের মাঝে খুঁজে ফিরে,
তার স্মৃতি বিজড়িত অতীতকে?
তবুও কেন,
এই সুর শুনলে,
কোনো অতশীপরায়ণা বৃদ্ধা,
বারবার চশমা ঠিক করে,
আর
হাতিয়ে বেড়ায় তার,
যুবতী কালের;
কোনো রঙ্গিন শাড়ী পড়া ছবি?
কেন??
কেউ কি জানে!!
কেউ জানে না
জানবে কিভাবে!!
এতো এক অজানা আবেগ
যা ভর করে,
আবাল-বৃদ্ধ-বণিতা সবার ঘাড়ে
এ এক অজানা মায়া,
যা ছুঁয়ে যায় সকল সজীব হৃদয়;
শূন্য থেকে শিখড়ে
তবুও
কিছু পাষাণ-পিচাশ,
হিংস্র জানোয়ার সদৃশ মানব
কিংবা,
যাদের মনে-প্রাণে;
আজ ভর করেছে,
অদৃশ্য কোনো কালো ছায়া
তারা শুনতে পায় না এ সুর
তারা অনুধাবন করতে পারে না,
তারা বিমোহিত হয় না,
তাদের স্মৃতি তাড়া করে না
তারা পাথর হয়ে গেছে,
তাদের অন্তর ঘুমিয়ে আছে,
কোনো রঙ্গিন নেশায় বুদ হয়ে আছে,
হয়ত তাও তারা জানে না
মাতাল মনে,পাগল বেশে,
তারা ছন্নছাড়ার দল
তবুও বিষন্ন ভায়োলিন;
বেজে চলে
বিষন্ন করে হৃদয়,
বিষন্ন করে মানব মন,
বিষন্ন করে আমি,আমরা,আমাদের
ভায়োলিন,
তুমি আসলেই এক বিষন্ন ভায়োলিন
তুমি বড়ই বিষন্ন
বিষন্ন ভায়োলিন
🖤🖤🖤🖤🖤🖤
পাখি তুমি উড়ে যাও,
হয়ত তার সময় নেই;
খাঁচায় পুশে যত্ন নেওয়ার
ফুল তুমি শুকিয়ে যাও,
হয়ত তার মনে নেই;
কারো হাতে তুলে দেওয়ার
বৃষ্টি তুমি থেমে যাও,
হয়ত তার ইচ্ছে নেই;
বর্ষণে ভিজে এককার হওয়ার
কত প্রহর,কত দিন
কত নির্ঘুম রাত!!
আমি একলা ঘরে;
তার ফেরার পথ চেয়ে,
বসে ছিলাম
সে আসে নি,
সে আসে নি ফিরে;
চলে গেছে,
হারিয়ে গেছে দূরে
দূর,
বহুদূর,
শত মাইল পথ জুড়ে;
রেখে গেছে তার পদচিহ্ন
যেন খুঁজি আমি,
নিশাচর হয়ে
সেটি আর হচ্ছে না,
পালিয়ে বেড়াও তুমি;
সাইরেনের টিং টং শব্দে
ভয় হয় তোমার,
রেল মাস্টারের সিটির শব্দে
কেন?
ঐ যে,
সেই লোমশ হাত;
এগিয়ে আসছে
আসছে,
আসছে,
আসছে
কি?
ভয় পেলে?
কি লাভ হবে,
লুকিয়ে রেখে?
পারবে কি পালাতে,
সম্ভব নয়,
সে তোমাকে পাবেই
তবুও ছুটে চলো,
লাফিয়ে যাও,
উড়ন্ত বলাকা হও,
পালাও,
পালাও,
পালাও
ঘন্টাধ্বনি বাজছে,
সময় ফুরিয়ে এলো বলে,
লাল পতাকা উড়ছে,
যুদ্ধ শেষ!!!
স্বাধীন রানার তুমি
এই তো শেষ,
শেষ,
সব শেষ,
চিরতরে শেষ
রানার
🖤🖤🖤🖤
Wwwwoooowwww...!!Thank you so much...I also subscribe your account & plz keep commenting