বন্ধু আমাদের জীবনের একটি অতি গুরুত্বপূর্ণ অংশ যারা না থাকলে জীবনের আনন্দটাই হয়তো বুঝতে পারতাম না❤️বন্ধুত্বের সংঙা সহজ ভাষায় দেওয়া সম্ভব নয়।কারণ এর মধ্যে বেশির ভাগই আবেগ থাকে।আমার কাছে “প্রকৃতির সর্বশেষ্ঠ সৃষ্টির নাম বন্ধুত্ব”।তারায় আমাদের আনন্দের সঙ্গী,মন খারাপের সঙ্গী,আড্ডা দেয়ার সাথী আরো অনেক কিছু যা বলে শেষ করা যাবে না।যখন খুব মন খারাপ হয় তখন মনে হয় বন্ধুরা এক অদ্ভুত ক্ষমতা নিয়ে জন্মায়,মুহূর্তের মধ্যে যেন মন টা ভালো করে দেয়।তারা কখনো বলবেনা যে,”তোমাকে ভালোবাসি” কিন্তু তাদের কাজের দ্বারা প্রকাশ পায় যে তারা আমাদের ঠিক কতটা ভালোবাসে।বিপদের সময় পাশে থাকার মতো কেউ না থাকলেও বন্ধুরা থাকবেই।তাদের সাথে কোনো রক্তের সম্পর্ক না থাকলেও এক আত্মিক সম্পর্কের মাধ্যমে এক অতি গভীর বন্ধন তৈরি হয় যার নাম “বন্ধুত্ব”।এক কথায় “দুটি দেহে একটি আত্মার অবস্থান”।তাদের সাথে তৈরি হয় অনেক স্মৃতি যেমন,স্কুলের সেই লাস্ট বেন্চ টা,স্যারদের হাজারের নাম রাখা যা বন্ধুরা ব্যতীত কেউ জানেনা,একসাথে টিফিন ভাগ করে খাওয়া,স্কুল পালানো আরো কত্ত কি!কিন্তু একটা সময় আসে যখন এই সম্পর্কে মরিচা ধরে যায়,কেন তা জানিনা,হয়তো জানার চেষ্টাও করিনি।কেন করিনি?সেই কারণ টাও আমার জানা নেয় কিন্তু সেই মুহুর্ত টা খুব খারাপ লাগে!কিন্তু তাদের সাথে যে আত্মার একটা সম্পর্ক তৈরি হয় যা কোনোদিন ও ভুলে যাওয়া সম্ভব না।সব সম্পর্কে এরকম হয় না কিছু বন্ধুত্ব বেঁচে থাকে আজীবন,কিছু মানুষ আজীবন ছায়া হয়ে থাকে,আজীবন পাশে থাকে।এরকম কিছু বন্ধু থাকলে কারো জীবনে কষ্ট থাকে না,থাকলেও বন্ধুরা নিমিষেই তা দূর করে দেয়।’আমি আছি তো চিন্তা করিস না’ তাদের এই একটা কথায় পারে হাজারের কষ্টের অবসান ঘটাতে। বন্ধুত্ব শুধু একটা শব্দ নয়,শুধু একটা সম্পর্ক নয়।আমার কাছে এটি একটা নিরব প্রতিশ্রুতি: ‘আমি ছিলাম,আমি আছি,আমি থাকব’।
Onek valo likhcen...bindhutto jiboner ar ekta part...onek onek miss kori amr friends der..