An important topic

4 24
Avatar for Arowa
Written by
3 years ago

জাপানে "সি অফ ট্রি" নামে একটি বন আছে। যেখানে কিছুদূর হাঁটলেই দেখতে পাবেন গাছ গুলোর ডালে মানুষের কঙ্কাল ঝুলছে! প্রতি বছর এখানে প্রচুর মানুষ সুইসাইড করতে আসে! কেউ কেউ অনেক দূর দেশ থেকে টাকা খরচ করে মরতে আসে! মানুষ নিরিবিলিতে মারা যেতে পছন্দ করে।

.....মৃত্যুর জন্য এই জায়গাটি বেছে নেয় কেন জানেন? যেন কেউ কখনো খুঁজে না পায়... মানুষ বড় অভিমানী প্রাণী... মনোবিজ্ঞানীরা এখন বলছে প্রতিটি সুইসাইডের রক্তে তিনটি element মিশে থাকে...

১-অভিমান

২-হতাশা

৩-আত্মবিশ্বাসের অভাব...

......পুলিশ সদর দপ্তরের হিসেব অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর সুইসাইড করছে প্রায় দশ হাজার! অর্থাৎ গড়ে প্রতিদিন ২৭ জন! এই টুকু একটা দেশে প্রতি ঘণ্টায় ১ জনের বেশি সুইসাইড করছে !!!

এত অভিমানী মানুষ ?.... ..এই ব্যাপার গুলো কেন ঘটে ? মানুষ সাধারণত একটি বিশেষ ঘটনায় সুইসাইড করে না। এই রোগটি সে তার ভেতরে অনেক দিন থেকে লালন করে। মানুষের অনুভূতি অনেক বেশি....

প্রতিটি মানুষ একজন লেখক...একজন গায়ক... একজন কবি... একজন নেতা...

এই পৃথিবীতে আপনার উপস্থিতি অনেক বেশি প্রয়োজন। অভিমান করে চলে যাবার জন্য আপনার জন্ম হয় নি।

8
$ 0.00

Comments

Baahh valo likheso eigula ki shob tomar likha ?please please please comment er reply dew

$ 0.00
3 years ago

Ek page er admin ekhane gesilo live video te .ami dekhesi video te jaiga ta.jaiga ta marattok voyanok.Thanks for sharing this.valo likhesen.

$ 0.00
3 years ago