সু পাত্র মানেই সরকারি চাকরিজীবী!

9 87
Avatar for Arnob
Written by
3 years ago

সরকারি আর বেসরকারী চাকরীর যে তফাৎ ততদিনে বুঝে গেছি। একজন ব্যক্তি যদি বেসরকারি চাকরি করেন এ সমাজ তাকে একটু অন্য ভাবে গ্ৰহন করে।আপনি স্বীকার করেন বা না করেন এটা তার উপর নির্ভর করে না। আমি এর আগেও বলেছি, "একজন সরকারি চাকরি করা ছেলে মেয়ের যত তাড়াতাড়ি বিবাহের বয়স হয়ে ওঠে একজন বেসরকারি চাকরিরত ছেলে মেয়ের তত তাড়াতাড়ি বিবাহের বয়স হয়ে ওঠে না"। সরকারি চাকরি মানেই আগাগোড়া নিরাপত্তা অন্যদিকে বেসরকারি চাকরিতে এই রকম কোনো ব্যাপার নয়। আসলেই তা নয়। বর্তমান সমাজে কন্যার পিতা ভিটে মাটি বিক্রি করে দিতে রাজি তবু কোনো মতেই সরকারি পাত্র হাত ছাড়া করতে রাজি নয়। অন্যদিকে একজন বেসরকারি চাকরিজীবী ভয়ে মুখ লুকিয়ে থাকে। আমি এই রকম অনেক মানুষ কে জানি যারা বেসরকারি চাকরি করেন কিন্ত কোন দিন জোর গলায় বলতে পারে না তিনি অমুক কোম্পানিতে চাকরি করছেন। কোথাও মেন একটু সঙ্কোচ বোধ করেন। অনেক মানুষ আছেন যারা সরকারি চাকরিরত বন্ধুদের দেখলে ভয়ে মুখ লুকিয়ে নেন। অন্যদিকে একজন সরকারি চাকরিরত বন্ধু যখন শোনেন তার বন্ধু একটা কোম্পানিতে চাকরি করেন তার ভ্রু যেন আকাশে উঠে যায়। আমাদের সমাজে এটা কিন্তু বড়ো একটা বৈসাদৃশ্য।এক শ্রেনীর মানুষ এর কবলে পরে হিন্যমনতায় ভোগেন। এবার একটু হিসাব টা রাখুন, মোট প্রায় সরকারি চাকরিরত মানুষ (১ কোটি ৭৬ লাখ আনুমানিক) এবং বাকিটা ইতিহাস। যাইহোক বেসরকারি চাকরি করেন যে অনেক অনেক বেশি সেটা আর বলার অপেক্ষা রাখে না। সুতরাং আজকের সমাজে নিজেদের মধ্যে তৈরি করা নীচ মানসিকতায় এক শ্রেনীর মানুষ কে ছোট করার প্রবনতা হঠাৎ করে হয়নি। অবশ্যই এর পিছনে চতুর লোকের হাত আছে। বেসরকারি চাকরি করা মানুষ গুলো কিন্তু ঘাস খায় না বা তাদের ছেলে মেয়ে গুলো ২+২=৫ শেখে না। তারাই কিন্তু এ সমাজে সবচেয়ে বেশি।আপনি হয়তো জানেন পৃথিবীর ধনী ব্যক্তিদের তালিকায় কিন্তু কোনো সরকারি চাকরিরত মানুষের নাম থাকে না।কি আশ্চর্য তাই নয়। যাইহোক সন্মান কাকে কি ভাবে করতে হয় সেটা খুব ছোট্ট বেলা থেকেই শিখতে হয়।তার জন্য সরকারি বাবা মা দরকার হয় না। দরকার হয় সত্যিকারের শিক্ষা। বেসরকারি চাকরি করা মানুষ গুলোই কিন্তু দেশের কথা আগে ভাবে এটা নিশ্চয় আপনি জানেন। দেশের সবরকম পরিস্থিতি নির্ভর করে বেসরকারি চাকরি করা মানুষ গুলোর উপর।আর সরকারি চাকরি যারা করেন তারা কিন্তু প্রথমেই 'নিরাপত্তা নিশ্চিত' এটা মাথায় রেখে নিজেকে সে ভাবেই পরিচালিত করে। দৃষ্টিভঙ্গি বদলান আজ থেকেই,না হলে আগামী ভবিষ্যৎ আপনাকে ছোঁয়াচে বলে নাকে রুমাল দিয়ে পাশ কাটিয়ে চলে যাবে।

14
$ 0.00
Sponsors of Arnob
empty
empty
empty
Avatar for Arnob
Written by
3 years ago

Comments

bastoba bojar jonno jibene onk dur lawya lage onk kosto kora lage

$ 0.00
3 years ago

reality onek koster, karon bastobota khub kothin

$ 0.00
3 years ago

বাস্তব বড়ই কঠিন। বাস্তবতা ফুটে উঠেছে আপনার লেখাতে ভাই

$ 0.00
3 years ago

Atai bastib vai

$ 0.00
3 years ago

It is extremely real

$ 0.00
3 years ago

What about business man bro... ! Tara ki supatro naa

$ 0.00
3 years ago

How nice an article. But

$ 0.00
3 years ago

How nice the article is!It is a very important part in this time .caddar and non caddar have different between them .Every people face to this problem .so,I think your article is a great article to us.

$ 0.00
3 years ago